বিরলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত
- Update Time : ১১:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১৩ Time View
বিরলে আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত সফিকুল হক চৌধুরী এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আশা ধুকুরঝাড়ী সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ তোরশা নোশিন এর সভাপতিত্বে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার রুহুল সারওয়ার খান।
এসময় উপস্থিত ছিলেন, আশা’র বিরল ব্রাঞ্চের সিনিয়র আঞ্চলিক ম্যানেজার গোলাম রব্বানী ও ধুকুরঝাড়ী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর হোসেনসহ স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ঔষধ বিতরণ এবং ব্লাড সুগার পরীক্ষা করা হয়।
আয়োজকবৃদ জানান, প্রয়াত প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালের ১ জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সফিকুল হক চৌধুরী ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দারীদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
তারা জানান, প্রয়াত প্রেসিডেন্ট এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় যেমন- দিনাজপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, বগুড়া, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মাদারীপুর, যশোর, ঝালকাঠি এবং পটুয়াখালী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দেশের সকল জেলায় নানারকম সামাজিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে আশা দিনটিকে বিশেষভাবে স্মরণ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































