ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে ফিক্সিং রোধে যে পদক্ষেপ নিল বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১২:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ১৫ Time View

ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেই ম্যাচ ফিক্সিং নিয়ে তৈরি হওয়া আলোচনায় এবার নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিলামকে ঘিরে অভিযুক্ত স্থানীয় ৯ ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার পুরো টুর্নামেন্টজুড়েই কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে বোর্ড।

বিপিএলের প্রত্যেকটি দলে থাকবেন দুইজন করে সিআইডি সদস্য—একজন ইউনিফর্ম পরিহিত কর্মকর্তা এবং অন্যজন সাদা পোশাকে। খেলার সততা রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন।

রোববার ঢাকার একটি হোটেলে নিলাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, ‘ফেয়ার প্লে নিশ্চিত করতে আমরা নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের নিজস্ব ইন্টেগ্রিটি ইউনিট তো আছেই, তার পাশাপাশি সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে। প্রতিটি দলের সঙ্গে একজন করে ইউনিফর্মধারী ও সাদাপোশাকধারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও জানান, সিআইডির আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই বিসিবিকে এ উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে। ‘সিআইডি দেশের শীর্ষ তদন্ত সংস্থা। হোয়াটসঅ্যাপসহ যেকোনো ডিজিটাল যোগাযোগ পর্যবেক্ষণের সক্ষমতা রয়েছে তাদের। ফলে আমরা চাই, ফিক্সিংয়ের কোনো সুযোগ যেন না থাকে। একই সঙ্গে স্বচ্ছতার ব্যাপারেও আমরা দৃঢ় বার্তা দিতে চাই।’

বিপিএলের এবারের আসর মাঠে গড়ানোর কথা ২৬ ডিসেম্বর। নিলামের আগে থেকেই ফিক্সিং বিতর্কে আলোচনায় থাকা টুর্নামেন্টকে নিরাপদ ও অনিয়মমুক্ত করতে এ নজরদারি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বিপিএলে ফিক্সিং রোধে যে পদক্ষেপ নিল বিসিবি

স্পোর্টস ডেস্ক
Update Time : ১২:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেই ম্যাচ ফিক্সিং নিয়ে তৈরি হওয়া আলোচনায় এবার নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিলামকে ঘিরে অভিযুক্ত স্থানীয় ৯ ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার পুরো টুর্নামেন্টজুড়েই কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে বোর্ড।

বিপিএলের প্রত্যেকটি দলে থাকবেন দুইজন করে সিআইডি সদস্য—একজন ইউনিফর্ম পরিহিত কর্মকর্তা এবং অন্যজন সাদা পোশাকে। খেলার সততা রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন।

রোববার ঢাকার একটি হোটেলে নিলাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, ‘ফেয়ার প্লে নিশ্চিত করতে আমরা নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের নিজস্ব ইন্টেগ্রিটি ইউনিট তো আছেই, তার পাশাপাশি সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে। প্রতিটি দলের সঙ্গে একজন করে ইউনিফর্মধারী ও সাদাপোশাকধারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও জানান, সিআইডির আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই বিসিবিকে এ উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে। ‘সিআইডি দেশের শীর্ষ তদন্ত সংস্থা। হোয়াটসঅ্যাপসহ যেকোনো ডিজিটাল যোগাযোগ পর্যবেক্ষণের সক্ষমতা রয়েছে তাদের। ফলে আমরা চাই, ফিক্সিংয়ের কোনো সুযোগ যেন না থাকে। একই সঙ্গে স্বচ্ছতার ব্যাপারেও আমরা দৃঢ় বার্তা দিতে চাই।’

বিপিএলের এবারের আসর মাঠে গড়ানোর কথা ২৬ ডিসেম্বর। নিলামের আগে থেকেই ফিক্সিং বিতর্কে আলোচনায় থাকা টুর্নামেন্টকে নিরাপদ ও অনিয়মমুক্ত করতে এ নজরদারি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।