বিচ্ছেদের পর কাকে চুমু খাচ্ছেন সোফি টার্নার

- Update Time : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ২৮৯ Time View
বিচ্ছেদের মাস ঘোরার আগেই অন্য পুরুষের সঙ্গে জলকেলিতে মত্ত থাকতে দেখা গেলো প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর হলিউডের পপ তারকা জো জোনাসের সাবেক স্ত্রী অভিনেত্রী সোফি টার্নারকে।
এমনকি তার সঙ্গে সমুদ্রে ঠোঁটে ছোঁয়ানোর ছবি রীতিমতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সাদা চোখে যা দেখা যায় সেটাই যে সবটা নয় সোফির এই ছবি তার প্রমাণ।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদের কয়েক দিনের মধ্যেই অন্য পুরুষে মজেছেন সোফি টার্নার।
জানা গেছে, বর্তমানে ‘জোন’ নামের একটি সিরিজে কাজে ব্যস্ত সোফি টার্নার। যার শুটিং হচ্ছে স্পেনে। সেখানেই সহ-অভিনেতা ফ্র্যাঙ্ক ডিলানের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় সোফিকে। অনেকে দাবি করেছেন-এটি শুটিংয়েরই অংশ।
অপরদিকে দুই ভাইকে নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় কনসার্টে বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’।
সম্প্রতি একটি শোতে গান গাইতে গাইতে কেঁদে ফেলেন জো। কারণ সেই মুহূর্তে তিনি ‘হেজিটেট’ গানটি গাইছিলেন, যেটি লিখেছিলেন সোফির জন্যই।
জো জোনাস ও সোফি টার্নারের চার বছরের দাম্পত্য জীবনে হঠাৎই হলো ছন্দপতন। গত ৬ সেপ্টেম্বর বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়