‘বিগ বস ১৯’ জিতে কত টাকা পেলেন গৌরব!
- Update Time : ০৫:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২২ Time View
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসরের পর্দা নামল। দীর্ঘ ৩ মাসের বেশি সময় ধরে চলা মনস্তাত্ত্বিক লড়াই শেষে বিজয়ের মুকুট পরলেন জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব খান্না। রোববার (৭ ডিসেম্বর) রাতে জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সঞ্চালক ও বলিউড ভাইজান সালমান খান।
পুরস্কারের ঝুলি শুধু ট্রফিই নয়, ৪৩ বছর বয়সী গৌরবের পকেটও বেশ ভারি হয়েছে। ইন্ডিয়া টুডে ও দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুযায়ী, ট্রফির পাশাপাশি তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ ৭৯ হাজার টাকা)। এখানেই শেষ নয়, বিগ বসের ঘরে একটি বিশেষ টাস্ক জেতার সুবাদে তিনি ১৪ লাখ রুপি দামের একটি নতুন গাড়িও উপহার হিসেবে পেয়েছেন।
হাড্ডাহাড্ডি লড়াই ও রানারআপ এবারের গ্র্যান্ড ফিনালেতে সেরা পাঁচ প্রতিযোগী ছিলেন— গৌরব খান্না, ফারহানা ভাট, প্রণিত মোর, তানিয়া মিত্তল ও অমল মালিক। তাদের মধ্যে লড়াই ছিল বেশ তীব্র। শেষ পর্যন্ত দর্শকদের ভোটে গৌরব খান্না চ্যাম্পিয়ন হন এবং ফার্স্ট রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ফারহানা ভাটকে।
ক্ষোভ ও ধৈর্যের গল্প বিজয়ী হওয়ার পর পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিগ বসের ঘরের অভিজ্ঞতা শেয়ার করেন গৌরব। তিনি জানান, ঘরের ভেতরে তিনি কখনোই খুব একটা হতাশ বোধ করেননি। তবে সহ-প্রতিযোগী ফারহানা ভাটের আচরণে তিনি ক্ষুব্ধ ছিলেন।
গৌরব বলেন, “ফারহানা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, গালি দিয়েছে, ‘আওরাত’ বলেছে, ‘গালিজ আদমি’ বলেছে। তখনো আমার কোনো সমস্যা হয়নি। কারণ এগুলো আমি নিতে পারি। কিন্তু আমার রাগ হয়েছিল তখন, যখন ফারহানা আমার টিভি পেশা ও গত ২০ বছর ধরে যারা আমাকে সমর্থন করে এসেছেন, সেই ভক্তদের নিয়ে প্রশ্ন তুলেছিল।” ব্যক্তিগত আক্রমণ সহ্য করলেও পেশা ও ভক্তদের অপমানে তিনি আহত হয়েছিলেন বলে জানান।
তারকাখচিত রাত বিগ বসের ১৯তম সিজনের গ্র্যান্ড ফিনালে ছিল তারকার মেলা। অনুষ্ঠানে নিজেদের আসন্ন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। এছাড়া রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-এর প্রচারে মঞ্চ মাতান সানি লিওনি ও করণ কুন্দ্রা।















































































































































































