বিএমটিএ’র সভাপতি মঞ্জু, মহাসচিব বিপ্লব নির্বাচিত

- Update Time : ০৯:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ২০৯ Time View
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ)’র বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়।
সভায় নতুন কমিটি ঘোষণা করেন এই সাধারণ সভার সভাপতি ও বিএমটিএ’র সাবেক মহাসচিব সেলিম মোল্লা। সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খাজা মাঈন উদ্দিন মঞ্জু এবং মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব।
শুক্রবার (০১ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ এর মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সভার আয়োজন করে বিএমটিএ।
সভায় সিনিয়র সহ-সভাপতি: মোঃ রওশন আলী রাজু, সহ-সভাপতি মোঃ শহিদুল আমীন, মোঃ রুহুল আমীন, মোঃ মাহবুবার রহমান, মিয়া নুর মহম্মদ সৌরভ, আব্দুল কারী শিশির, মোঃ মোমিনুল হক, গৌতম বাছাড়, মোঃ মনিরুজামান, মোঃ আলমগীর আলম, মোঃ জহুরুল ইসলাম ও মোঃ হাসান মোহম্মদ, যুগ্ম-মহাসচিব মোঃ হাফিজুর রহমান, মোঃ আইনুল হক, মোঃ সাইদুর রহমান সিদ্দিকী, মোঃ আব্দুর রব আকন্দ, মোঃ আব্দুল খালেক ও মোঃ কাজী মাসুম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মোঃ আবুল কাশেম আশিক, অর্থ সম্পাদক এনামুল হক এমদাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মহাম্মদ ফয়সাল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক সাজেদুল ইমলাম রাজীব ও মহিলা বিষয়ক সম্পাদিকা আঁখি ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ সময় সারা বাংলাদেশ থেকে আগত বিএমটিএ’র নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।