বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

- Update Time : ০৮:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১৩৮ Time View
সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনীর হয়রানি, গ্রেপ্তার, গায়েবি মামলা, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকা ছাড়া দেশব্যাপী সব মহানগরে বিএনপির উদ্যোগে ২৩ ও ২৮ মে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
রিজভী বলেন, ২০১৪ ও ২০১৮ এর মতো ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া এবার আর সম্ভব হবে না। জনগণ সেটা করতে দেবে না। সেটা বুঝতে পেরে এভন বিভিন্ন বিষয়ে আবোল-তাবোল বলছেন সরকার প্রধান। তাদের কোনো কূটকৌশল আর কাজে আসছে না। জোর করে সরকারের ক্ষমতায় টিকে থাকার দিন শেষ হয়ে গেছে। তাই নতুন করে অসংলগ্ন কর্মকাণ্ড শুরু করছে। বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও গায়েবি মামলায় মেতে উঠেছে।
দেশি-বিদেশি সবাই বুঝে গেছে, ক্ষমতাসীন সরকার আবারও একতরফা নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে বলে দাবি করেন রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে খেই হারিয়েছে সরকার। তাদের অধীনে এখন আর মানুষের ভোটাধিকার ও নির্বাচন কোনটাই নিরাপদ নয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।