ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার সাবেক এমপিকে কারাগারে প্রেরণ আওয়ামী লীগ নেতা এখনও চেয়ারম্যানের দায়িত্বে বহাল রয়েছেন রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে : প্রধান বিচারপতি দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেয়া হবে- পরিবেশ উপদেষ্টা এসএসসি পরীক্ষা: মোরেলঞ্জে দায়িত্ব অবহেলার কারনে ৯ শিক্ষককে বহিস্কার চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা এলাকা পরিদর্শন জাতীয় প্রেস ক্লাবে অবিলম্বে নির্বাচন দাবি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার সিরিজ অনুষ্ঠিত

বিএনপির সঙ্গে আলোচনা ‘কথাচ্ছলে’ বলেছেন আমু: কাদের

বিএনপির সঙ্গে আলোচনা, বিএনপি, সংলাপ,আওয়ামী লীগ,ওবায়দুল কাদের, আমির হোসেন আমু
  • Update Time : ১১:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ২০৮ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু যা বলেছেন তা ‘কথাচ্ছলে’ বলেছেন।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, তার (আমির হোসেন আমু) বক্তব্যকে আসল কথা ভেবে বিএনপির নেতারা আশান্বিত হবেন না। আপাতত এ ধরনের কোনো চিন্তা আওয়ামী লীগের নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্দেশ্য ছিল নালিশ করে শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে। নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে। তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে পেয়েছে ভিসা নীতি। নির্বাচনে যারা বিশৃঙ্খলা করবে, যারা সন্ত্রাস করবে, যারা নিরপেক্ষ ও অবাধ নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হবে। তারা কারা? তারা হচ্ছে বিএনপি।

এই সমাবেশ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পরে সেখানে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় হুড়োহুড়ি শুরু হলে অনেকে পড়ে আহত হন। কয়েকজনকে হাসপাতালেও নিতে দেখা যায়। ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

উল্লেখ্য, গত মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছিলেন।

Please Share This Post in Your Social Media

বিএনপির সঙ্গে আলোচনা ‘কথাচ্ছলে’ বলেছেন আমু: কাদের

বিএনপির সঙ্গে আলোচনা, বিএনপি, সংলাপ,আওয়ামী লীগ,ওবায়দুল কাদের, আমির হোসেন আমু
Update Time : ১১:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু যা বলেছেন তা ‘কথাচ্ছলে’ বলেছেন।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, তার (আমির হোসেন আমু) বক্তব্যকে আসল কথা ভেবে বিএনপির নেতারা আশান্বিত হবেন না। আপাতত এ ধরনের কোনো চিন্তা আওয়ামী লীগের নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্দেশ্য ছিল নালিশ করে শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে। নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে। তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে পেয়েছে ভিসা নীতি। নির্বাচনে যারা বিশৃঙ্খলা করবে, যারা সন্ত্রাস করবে, যারা নিরপেক্ষ ও অবাধ নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হবে। তারা কারা? তারা হচ্ছে বিএনপি।

এই সমাবেশ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পরে সেখানে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় হুড়োহুড়ি শুরু হলে অনেকে পড়ে আহত হন। কয়েকজনকে হাসপাতালেও নিতে দেখা যায়। ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

উল্লেখ্য, গত মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছিলেন।