ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন রেজা কিবরিয়া

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১০ Time View

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

ড. রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে।

বিএনপির মতো একটি দলে মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ-বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। এছাড়া আমি উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিক মানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করার দরকার সবই আমি করতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে নবীগঞ্জ-বাহুবলের শিক্ষার উন্নয়ন করা। সর্বোপরি আমি সবার সহযোগিতা চাই।

উল্লেখ্য, এ আসনে আরও ৪ জন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া শক্ত অবস্থানে ছিলেন। এছাড়াও মাঠে বেশ জোরেশোরে অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। তারা দুজনেই মাঠে খুব আলোচিত ছিলেন। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শেখ সুজাত মিয়া।

তবে বেশ কিছু দিন ধরেই আলোচনায় উঠে আসেন ড. রেজা কিবরিয়া। তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন বলেই বেশি আলোচনা ছিল। প্রথমদিকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই আলোচনা হচ্ছিল। দিন যত ঘনিয়ে আসছিল ততই আলোচনায় আসে তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। গত কয়েক দিনে বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে যায়। এরপরই মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়েন শেখ সুজাত মিয়া।

Please Share This Post in Your Social Media

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন রেজা কিবরিয়া

সিলেট প্রতিনিধি
Update Time : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

বৃহস্পতিবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

ড. রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে।

বিএনপির মতো একটি দলে মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ-বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। এছাড়া আমি উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিক মানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করার দরকার সবই আমি করতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে নবীগঞ্জ-বাহুবলের শিক্ষার উন্নয়ন করা। সর্বোপরি আমি সবার সহযোগিতা চাই।

উল্লেখ্য, এ আসনে আরও ৪ জন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া শক্ত অবস্থানে ছিলেন। এছাড়াও মাঠে বেশ জোরেশোরে অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। তারা দুজনেই মাঠে খুব আলোচিত ছিলেন। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শেখ সুজাত মিয়া।

তবে বেশ কিছু দিন ধরেই আলোচনায় উঠে আসেন ড. রেজা কিবরিয়া। তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন বলেই বেশি আলোচনা ছিল। প্রথমদিকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই আলোচনা হচ্ছিল। দিন যত ঘনিয়ে আসছিল ততই আলোচনায় আসে তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। গত কয়েক দিনে বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে যায়। এরপরই মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়েন শেখ সুজাত মিয়া।