বিএনপির প্রথম দিনের পদযাত্রার সমাপনী সমাবেশ শুরু

- Update Time : ০৭:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১১৫ Time View
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির প্রথম দিনের সমাপনী সমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল পাঁচটা ৫০ মিনিটে রায় সাহেব বাজার মোড়ে এই পদযাত্রা উপস্থিত হয়। এরপর রায়সাহেব বাজার মোড়ে ট্রাকের এক অস্থায়ী মঞ্চে সমাপনী সমাবেশ শুরু হয়েছে। এই সমাবেশে বিএনপির পদযাত্রা আজকের মতো শেষ করা হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঞ্চালনায় সভাপতি হিসেবে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম। এছাড়া, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান রয়েছেন।
এর আগে এদিন বেলা সোয়া ১১টার দিকে গাবতলী থেকে বিএনপির ঢাকা মহানগরের পদযাত্রা কর্মসূচি শুরু হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়