বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

- Update Time : ০৮:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ২১৬ Time View
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) দিবাগত রাতে বোনের বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত তাকে আটক করা হয়। বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রোববার (৫ নভেম্বর) ভোরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র্যাব। রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।