ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় অটোচালক নিহত, বিক্ষুদ্ধ জনতার মহাসড়ক অবরোধ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
  • Update Time : ০১:৫২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১২ Time View

রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোচালক জামিরুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

এদিকে অটোচালক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘন্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে শত শত যানবাহন আটকে পরে তীব্র যানজট সৃষ্টি হয়। বিকেলে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেইলি ব্রিজ নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহি  বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোবাইকে ধাক্কা দেয়। এতে অটোচালক জামিরুল ইসলাম গুরুত্বর আহত হয়। প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভ‌র্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ খবর জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি অংকন পাল ও কাউনিয়া থানা পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার সাথে আলোচনা করেন। পরে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) নজমুল হক বলেন, অটোচালক নিহতের ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। একই সাথে বাসটিও থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাসের ধাক্কায় অটোচালক নিহত, বিক্ষুদ্ধ জনতার মহাসড়ক অবরোধ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো
Update Time : ০১:৫২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

রংপুরের কাউনিয়ায় বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোচালক জামিরুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

এদিকে অটোচালক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘন্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে শত শত যানবাহন আটকে পরে তীব্র যানজট সৃষ্টি হয়। বিকেলে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেইলি ব্রিজ নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহি  বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোবাইকে ধাক্কা দেয়। এতে অটোচালক জামিরুল ইসলাম গুরুত্বর আহত হয়। প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভ‌র্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ খবর জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি অংকন পাল ও কাউনিয়া থানা পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার সাথে আলোচনা করেন। পরে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) নজমুল হক বলেন, অটোচালক নিহতের ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। একই সাথে বাসটিও থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।