ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি

বালিশের কাভার পরিবর্তন করা কতটা জরুরি?

নওরোজ স্বাস্থ্য ডেস্ক
  • Update Time : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৩০ Time View

সুন্দর এবং দাগহীন ত্বক পাওয়ার জন্য নিয়মিত  নেওয়া প্রয়োজন। তবে ত্বকের  শুধু দামি প্রসাধনী মাখলেই হবে না। চিকিৎসকরা বলছেন, প্রসাধনী ব্যবহারের পাশাপাশি সময়মতো বালিশের খোল বদলে ফেলতে হবে। ময়লাযুক্ত বালিশের কাভার ব্যবহারের ফলে ত্বকের নানা ক্ষতি হতে পারে।

চলুন জেনে নিই কেন সময়মতো বালিশের কাভার বদলানো প্রয়োজন।

১. শোয়ার সময় মাথার তেল, ধুলোবালি বালিশের খোলে লেগে যায়। এ ক্ষেত্রে সেই বালিশটি পরবর্তী সময়ে ব্যবহার করলে ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে। তাই চিকিৎসকরা বলছেন, প্রতি সপ্তাহে নিয়ম করে বালিশের কাভার বদলাতে হবে।

২. ব্রণ ছাড়াও ত্বকে নানা ধরনের অ্যালার্জিজনিত সমস্যার জন্যও দায়ী বালিশের ময়লা কাভার। খালি চোখে ধরা পড়ে না এমন বহু ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায় বালিশে। গরম পানিতে সাবান দিয়ে কিছুদিন পর পর কাভারটি ধুয়ে নিলে এমন সমস্যা দূর করা যায়।

৩. বালিশের কাভার সাধারণত সুতি কাপড়ের হয়।
সুতি কাপড় তেল, পানি খুব তাড়াতাড়ি শোষণ করে নেয়। তাই সিল্ক বা স্যাটিন কাপড়ের তৈরি কাভার এ ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। ফলে ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেওয়ার ভয় থাকে না।

সূত্র : হেলথশুট

Please Share This Post in Your Social Media

বালিশের কাভার পরিবর্তন করা কতটা জরুরি?

নওরোজ স্বাস্থ্য ডেস্ক
Update Time : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

সুন্দর এবং দাগহীন ত্বক পাওয়ার জন্য নিয়মিত  নেওয়া প্রয়োজন। তবে ত্বকের  শুধু দামি প্রসাধনী মাখলেই হবে না। চিকিৎসকরা বলছেন, প্রসাধনী ব্যবহারের পাশাপাশি সময়মতো বালিশের খোল বদলে ফেলতে হবে। ময়লাযুক্ত বালিশের কাভার ব্যবহারের ফলে ত্বকের নানা ক্ষতি হতে পারে।

চলুন জেনে নিই কেন সময়মতো বালিশের কাভার বদলানো প্রয়োজন।

১. শোয়ার সময় মাথার তেল, ধুলোবালি বালিশের খোলে লেগে যায়। এ ক্ষেত্রে সেই বালিশটি পরবর্তী সময়ে ব্যবহার করলে ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে। তাই চিকিৎসকরা বলছেন, প্রতি সপ্তাহে নিয়ম করে বালিশের কাভার বদলাতে হবে।

২. ব্রণ ছাড়াও ত্বকে নানা ধরনের অ্যালার্জিজনিত সমস্যার জন্যও দায়ী বালিশের ময়লা কাভার। খালি চোখে ধরা পড়ে না এমন বহু ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায় বালিশে। গরম পানিতে সাবান দিয়ে কিছুদিন পর পর কাভারটি ধুয়ে নিলে এমন সমস্যা দূর করা যায়।

৩. বালিশের কাভার সাধারণত সুতি কাপড়ের হয়।
সুতি কাপড় তেল, পানি খুব তাড়াতাড়ি শোষণ করে নেয়। তাই সিল্ক বা স্যাটিন কাপড়ের তৈরি কাভার এ ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। ফলে ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেওয়ার ভয় থাকে না।

সূত্র : হেলথশুট