ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার

বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৩ Time View

কলকাতার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় প্রথমবারের মতো বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। তাঁদের ঘর আলো করে আসছে নতুন অতিথি।

পরমব্রত তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানান। পোস্টে তাদের দুই পোষ্যসহ নিজের ও স্ত্রীর ছবি শেয়ার করে লিখেছেন, “নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।” এরপর থেকেই ভক্ত-অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

পশ্চিমবঙ্গের শীর্ষ গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া চক্রবর্তী জানান, তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে।

তিনি আরও জানান, “শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। এরপর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নিচ্ছি। বাড়ি ফিরে আমরা দুজন ঠিক করি, এবার সুখবরটি সবাইকে জানানো উচিত।”

২০২৩ সালের ২৭ নভেম্বর পরমব্রত ও পিয়া আইনি বিয়ের মাধ্যমে সংসার জীবন শুরু করেন। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল, তবে তাঁরা বরাবরই একে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে উল্লেখ করেছেন।

পরমব্রত শুধু একজন সফল অভিনেতা ও পরিচালক নন, তিনি একজন দায়িত্বশীল সঙ্গীও। বর্তমানে তিনি তার পরিচালিত ও অভিনীত নতুন সিনেমা “এই রাত তোমার আমার”-এর প্রচারণায় ব্যস্ত থাকলেও, হবু মা পিয়ার দেখভালে কোনো কমতি রাখছেন না। পরমব্রত ও পিয়ার এই খবরে তাদের সহকর্মীরা, বন্ধুবান্ধব ও ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। টালিউডের একাধিক তারকা এই দম্পতির পোস্টে মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন। পরমব্রত ও পিয়া দুজনেই প্রাণীপ্রেমী। তাঁদের পরিবারে দুটি পোষ্য, একটি কুকুর (নীনা) ও একটি বিড়াল (বাঘা) রয়েছে। এবার তাঁদের সংসারে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন প্রাণ। নতুন সদস্যকে ঘিরে তাঁদের উচ্ছ্বাসের কমতি নেই।

পরমব্রত ও পিয়ার এই নতুন যাত্রা সুখকর হোক, এটাই তাঁদের ভক্ত ও শুভাকাক্সক্ষীদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক
Update Time : ১১:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

কলকাতার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় প্রথমবারের মতো বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। তাঁদের ঘর আলো করে আসছে নতুন অতিথি।

পরমব্রত তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানান। পোস্টে তাদের দুই পোষ্যসহ নিজের ও স্ত্রীর ছবি শেয়ার করে লিখেছেন, “নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।” এরপর থেকেই ভক্ত-অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

পশ্চিমবঙ্গের শীর্ষ গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া চক্রবর্তী জানান, তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে।

তিনি আরও জানান, “শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। এরপর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নিচ্ছি। বাড়ি ফিরে আমরা দুজন ঠিক করি, এবার সুখবরটি সবাইকে জানানো উচিত।”

২০২৩ সালের ২৭ নভেম্বর পরমব্রত ও পিয়া আইনি বিয়ের মাধ্যমে সংসার জীবন শুরু করেন। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল, তবে তাঁরা বরাবরই একে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে উল্লেখ করেছেন।

পরমব্রত শুধু একজন সফল অভিনেতা ও পরিচালক নন, তিনি একজন দায়িত্বশীল সঙ্গীও। বর্তমানে তিনি তার পরিচালিত ও অভিনীত নতুন সিনেমা “এই রাত তোমার আমার”-এর প্রচারণায় ব্যস্ত থাকলেও, হবু মা পিয়ার দেখভালে কোনো কমতি রাখছেন না। পরমব্রত ও পিয়ার এই খবরে তাদের সহকর্মীরা, বন্ধুবান্ধব ও ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। টালিউডের একাধিক তারকা এই দম্পতির পোস্টে মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন। পরমব্রত ও পিয়া দুজনেই প্রাণীপ্রেমী। তাঁদের পরিবারে দুটি পোষ্য, একটি কুকুর (নীনা) ও একটি বিড়াল (বাঘা) রয়েছে। এবার তাঁদের সংসারে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন প্রাণ। নতুন সদস্যকে ঘিরে তাঁদের উচ্ছ্বাসের কমতি নেই।

পরমব্রত ও পিয়ার এই নতুন যাত্রা সুখকর হোক, এটাই তাঁদের ভক্ত ও শুভাকাক্সক্ষীদের প্রত্যাশা।