বান্দরবানে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১১ জন

- Update Time : ০৫:৩৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১৮৩ Time View
বান্দরবানে কোনো অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই অনলাইন ফি বাবদ মাত্র ১২০ টাকা খরচে মেধা ও যোগ্যতায় ১১ তরুণ-তরুণীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে বান্দরবান পুলিশ লাইনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় নির্বাচিত ১১ তরুণ-তরুণীর নাম প্রকাশ করেন পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।
এ সময় চূড়ান্ত নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন মো. শহিদুল্লাহ কাওছার। এদিকে কোনো ধরনের হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের সদস্য হতে পেরে খুশি নিয়োপ্রাপ্ত তরুণ-তরুণীরা।
পুলিশের তথ্য মতে, ১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করেন। তিন দিনের শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেন। পরে লিখিত পরীক্ষায় ৮৫ জন অংশগ্রহণ করে ১৯ জন উত্তীর্ণ হন। শেষে মৌখিক পরীক্ষায় ১৯ জন থেকে ১১ জন উত্তীর্ণ হন, যার মধ্যে মেধায় ১০ জন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় একজন উত্তীর্ণ হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।