ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে শান্তি সম্প্রীতির লক্ষ্যে ১২ টি সম্প্রদায়ের শান্তির মিছিল

রিমন পালিত,(বান্দরবান প্রতিনিধি)
  • Update Time : ১২:৪৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ৫০ Time View

বান্দরবানে শান্তি সম্প্রীতির লক্ষ্যে ১২ টি সাম্প্রদায়ের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ তিন বছর ধরে চলতে থাকা সংঘাতময় পরিস্থিতির নিরসন ও এলাকায় ১১টি ক্ষুদ্র নিগোষ্ঠীসহ ১২টি সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এই আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২ টায় জেলা শহরের রাজার মাঠ থেকে বর্ণাঢ্য সম্প্রীতির মিছিল শুরু হয়। এতে মারমা, চাকমা, বম, ত্রিপুরা, ম্রো, খুমি সহ ১১ টি ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে সেজে অংশ নেয়।

অন্যদিকে বাঙালিদের বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতারা এতে অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় বান্দরবান জেলা শহর। পরে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে একটি পথ নাটক মঞ্চস্থ করা হয়। এতে পাহাড়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কেএনএফের তৎপরতার কারণে গত তিন বছরের বেশি সময় ধরে বান্দরবানে অস্থিরতা বিরাজ করছে। এতে করে পর্যটন শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থায় ধ্বস নেমেছে।

তাই বান্দরবান যাতে আগের পরিস্থিতি ফিরে আসতে পারে সেজন্য সকল জাতিগোষ্ঠী আজকের এই মিছিলের মাধ্যমে সেটার একাত্মতা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

বান্দরবানে শান্তি সম্প্রীতির লক্ষ্যে ১২ টি সম্প্রদায়ের শান্তির মিছিল

রিমন পালিত,(বান্দরবান প্রতিনিধি)
Update Time : ১২:৪৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

বান্দরবানে শান্তি সম্প্রীতির লক্ষ্যে ১২ টি সাম্প্রদায়ের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ তিন বছর ধরে চলতে থাকা সংঘাতময় পরিস্থিতির নিরসন ও এলাকায় ১১টি ক্ষুদ্র নিগোষ্ঠীসহ ১২টি সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এই আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২ টায় জেলা শহরের রাজার মাঠ থেকে বর্ণাঢ্য সম্প্রীতির মিছিল শুরু হয়। এতে মারমা, চাকমা, বম, ত্রিপুরা, ম্রো, খুমি সহ ১১ টি ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে সেজে অংশ নেয়।

অন্যদিকে বাঙালিদের বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতারা এতে অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় বান্দরবান জেলা শহর। পরে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে একটি পথ নাটক মঞ্চস্থ করা হয়। এতে পাহাড়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কেএনএফের তৎপরতার কারণে গত তিন বছরের বেশি সময় ধরে বান্দরবানে অস্থিরতা বিরাজ করছে। এতে করে পর্যটন শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থায় ধ্বস নেমেছে।

তাই বান্দরবান যাতে আগের পরিস্থিতি ফিরে আসতে পারে সেজন্য সকল জাতিগোষ্ঠী আজকের এই মিছিলের মাধ্যমে সেটার একাত্মতা প্রকাশ করেছে।