বাকৃবির হলে ব্যতিক্রমী উদ্যোগ: চাকরির সুপারিশপ্রাপ্তদের সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা

- Update Time : ১১:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৬ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রস্তাবিত মাওলানা ভাসানী হলের (পূর্বনাম- বঙ্গবন্ধু শেখ মুজিব হল) শিক্ষার্থীরা চাকরির সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে। শুক্রবার (১৪ মার্চ) ইফতারের পূর্বমুহূর্তে ‘নিঝুম দ্বীপ’ ফ্লোরের শিক্ষার্থীরা যৌথভাবে এই আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য চাকরির সুপারিশপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে হল থেকে তাদের বিদায় জানানো হয়। এ উপলক্ষে চাকরি সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরাও কৃতজ্ঞতা স্বরূপ পুরো ফ্লোরের শিক্ষার্থীদের জন্য ইফতারে বিরিয়ানির আয়োজন করেন।
চাকরির সুপারিশপ্রাপ্ত মো. রোকোনুজ্জামান বলেন, ‘এমন ভালোবাসাপূর্ণ আয়োজন সত্যিই অভাবনীয়। আমাদের ফ্লোরের ভাইয়েরা যে আন্তরিকতা দেখিয়েছে, তা আজীবন মনে রাখার মতো। চাকরির সুপারিশপ্রাপ্তদের সম্মানিত করতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত ও কৃতজ্ঞ।’
সংবর্ধনা আয়োজকদের অন্যতম মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চাই, আমাদের ভাইয়েরা কর্মজীবনে সফল হোক। তাদের এ অর্জন আমাদের জন্যও অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে আমরা যেন তাদের মতো গর্বিত হতে পারি, সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই।”
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ওই হলের শিক্ষার্থীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়