ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সেই প্রকৌশলীর ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ পটুয়াখালীতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত “ভাই, সুমাইয়াকে মাইরা ফালাইছি” পথশিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত গ্রেফতার কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেত্রীর নাম কাটতে এসে গ্রেফতার ব্যবসায়ী বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি 

বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে সৌহার্দ্যের ইফতার অনুষ্ঠিত

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ১০ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে পবিত্র রমজান উপলক্ষে সৌহার্দ্যের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন অনুষদের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল আবাসিক হল হিসেবে পরিচিত শহীদ নাজমুল আহসান হলে বরাবরই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চর্চা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইফতার করেন।

হলের খেলার মাঠের সবুজ ঘাসের উপর খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার গ্রহণ করেন, যা তাদের ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, “এই ধরনের উদ্যোগ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং হলে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। সিনিয়র-জুনিয়রদের মধ্যকার সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ইফতার নিয়ে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন বলেন, “শহীদ নাজমুল আহসান হলের শিক্ষার্থীরা সব সময় বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। পবিত্র রমজানেও তার ব্যতিক্রম হয়নি। সৌহার্দ্যপূর্ণ এই ইফতার মাহফিল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।”

Please Share This Post in Your Social Media

বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে সৌহার্দ্যের ইফতার অনুষ্ঠিত

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে পবিত্র রমজান উপলক্ষে সৌহার্দ্যের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে বিভিন্ন অনুষদের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল আবাসিক হল হিসেবে পরিচিত শহীদ নাজমুল আহসান হলে বরাবরই পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের চর্চা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইফতার করেন।

হলের খেলার মাঠের সবুজ ঘাসের উপর খোলা আকাশের নিচে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার গ্রহণ করেন, যা তাদের ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, “এই ধরনের উদ্যোগ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং হলে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে। সিনিয়র-জুনিয়রদের মধ্যকার সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ইফতার নিয়ে ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন বলেন, “শহীদ নাজমুল আহসান হলের শিক্ষার্থীরা সব সময় বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। পবিত্র রমজানেও তার ব্যতিক্রম হয়নি। সৌহার্দ্যপূর্ণ এই ইফতার মাহফিল শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।”