বাকৃবির নাজমুল আহসান হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Update Time : ১২:১৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৮ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) হলের মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম। ইফতার মাহফিলে হলের আবাসিক শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
ইফতার অনুষ্ঠানের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় এই মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ারের সফলতার জন্যও দোয়া করা হয়।
হল প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “ইসলামের মূল শিক্ষা হচ্ছে ঐক্য ও সৌহার্দ্য। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।”
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম তার বক্তব্যে বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের ধৈর্যশীলতা, সহমর্মিতা ও শৃঙ্খলাবোধ শেখায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।”