বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

- Update Time : ১০:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৪ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অর্থায়নে শিক্ষকদের ‘উন্নয়ন প্রকল্প প্রণয়ণ, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট(জিটিআই) এর প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
জিটিআই-পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে এবং কোর্স কো-অর্ডিনেটর অধ্যাাপক ড. মো মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো বাহানুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন অধ্যাপক ড. মো: আবুল হাশেম এবং অধ্যাপক ড. মাহবুবা জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. রণজিৎ কুমার সরকার।
তিন দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথি তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই তিন দিনের লার্ণিং থেকে প্রশিক্ষণার্থীরা উপকৃত হয়েছেন এমনটা তিনি বিশ্বাস করেন। তিনি রিসোর্স পারসনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বেশি রিসোর্স পারসন আনতে জিটিআই কর্তৃপক্ষকে পরামর্শ দেন এবং সিনিয়র শিক্ষকদের জন্যে নতুন নতুন বিষয়বস্ত নিয়ে ভার্চুয়াল প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্যে অনুরোধ জানান। তিনি উপস্থিত সকল শিক্ষকবৃন্দকে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করার জন্যে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়