ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সরকারের কাছে তিন দাবি জানালেন নাহিদ ইসলাম স্ত্রী আমার সঙ্গেই আছে, মিথ্যা ছড়াবেন না : শামীম হাসান সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ‘ব্লকেড’ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাকৃ‌বি‌তে রোটা‌রিয়ান‌দের ৩৪তম প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সাঈদা জাহান খুকী, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি
  • Update Time : ১১:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৮ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের সদ‌স্যদের ৩৪তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। প্রতিবছরের মতো এবারও পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ ও সংগঠনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় সারা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ এর ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। এবারের স্লোগান— `প্রজন্মের সেতুবন্ধন, আগামীর নির্মাণ।’

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফা‌রেন্স কক্ষে ওই কর্মশালার সমাপনী অনু‌ষ্ঠিত হয়।

ছয় দিনব‌্যাপী এই কর্মশালায় বেস্ট ক‌্যাম্পার হিসা‌বে ম‌নোনীত হন রোটার‌্যাক্টর স্বপ্নীল মাহমুদ এবং রিয়া খাতুন। সেরা গ্রুপের পুরস্কার অর্জন করে গ্রুপ ভিশনা‌রিস এবং দ্বিতীয় সেরা অদ‌ম্য ৩৪ গ্রুপ।

অনুষ্ঠানে গ্র‌্যাজু‌য়েট ট্রেনিং ইন্স‌টি‌টিউ‌টের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃ‌বির উপাচার্য অধ‌্যাপক ড এ‌ কে ফজলুল হক ভূঁইয়া। বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ‌্যাপক ড মো শ‌হীদুল হক, প্রক্টর অধ‌্যাপক ড মো আব্দুল আলীম, বাকৃ‌বির‌ শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ‌্যাপক ড মো র‌ফিকুল ইসলাম সরদার, বাংলা‌দেশ‌ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ক‌্যা‌প্টেন ড মো মে‌হেরুল হাসান এবং কোর্স কো অর্ডিনেটর মোজা‌ম্মেলহকসহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা।

অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আফরিনা রওশন জানান, শিক্ষার্থী‌দের পেশাগত এবং আত্ম-উন্নয়নের জন‌্য রোটার‌্যাক্ট অন‌্যতম সংগঠন। এখা‌নে তা‌দের দক্ষতা বৃ‌দ্ধির জন‌্য প্রত্যেক বছর প্রশিক্ষ‌ণের ব‌্যবস্থা করা হয়। যেখা‌নে অ‌ফিস ব‌্যবস্থাপনা ও প‌রিকল্পনাসহ নানান বিষ‌য়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এখন পর্যন্ত রোটার‌্যাক্ট অব এ‌গ্রি ভা‌র্সিটি ক্লাব ১ হাজার ৪৭৭ জন‌ শিক্ষার্থী‌কে প্রশিক্ষণ দি‌য়ে‌ছে। দে‌শের প্রতি‌টি ক্লাব থে‌কে প্রতি‌যো‌গিতার মাধ‌্যমে ১জন ক‌রে প্রশিক্ষ‌নের সু‌যোগ পায়। বর্তমান তারা দে‌শের আর্থসামা‌জিক উন্নয়‌নে দে‌শের নানান কর্মক্ষে‌ত্রে দক্ষতার সা‌থে কাজ কর‌ছেন।

অধ‌্যাপক ড. মো শহীদুল হক বলেন, মানুষ হিসেবে গড়ে উঠার জন্য এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আয়কর ব্যবস্থাপনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, দলগতভাবে কাজ করার কৌশলসহ নানা দক্ষতা শেখানো হয়। যা বাস্তব জীবনে সফলতার জন্য অপরিহার্য।

এ সময় উপাচার্য অধ‌্যাপক ড এ‌ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণ শিক্ষার্থী‌দের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। যা দেশের জন্য এক অমূল্য সম্পদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে আমি ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পাই। তোমাদের জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ।

Please Share This Post in Your Social Media

বাকৃ‌বি‌তে রোটা‌রিয়ান‌দের ৩৪তম প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সাঈদা জাহান খুকী, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি
Update Time : ১১:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাবের সদ‌স্যদের ৩৪তম রোটার‌্যাক্ট ট্রেনিং ক্যাম্পের সমাপনী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। প্রতিবছরের মতো এবারও পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ ও সংগঠনের কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় সারা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ এর ৩৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। এবারের স্লোগান— `প্রজন্মের সেতুবন্ধন, আগামীর নির্মাণ।’

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফা‌রেন্স কক্ষে ওই কর্মশালার সমাপনী অনু‌ষ্ঠিত হয়।

ছয় দিনব‌্যাপী এই কর্মশালায় বেস্ট ক‌্যাম্পার হিসা‌বে ম‌নোনীত হন রোটার‌্যাক্টর স্বপ্নীল মাহমুদ এবং রিয়া খাতুন। সেরা গ্রুপের পুরস্কার অর্জন করে গ্রুপ ভিশনা‌রিস এবং দ্বিতীয় সেরা অদ‌ম্য ৩৪ গ্রুপ।

অনুষ্ঠানে গ্র‌্যাজু‌য়েট ট্রেনিং ইন্স‌টি‌টিউ‌টের (জিটিআই) পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃ‌বির উপাচার্য অধ‌্যাপক ড এ‌ কে ফজলুল হক ভূঁইয়া। বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ‌্যাপক ড মো শ‌হীদুল হক, প্রক্টর অধ‌্যাপক ড মো আব্দুল আলীম, বাকৃ‌বির‌ শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অধ‌্যাপক ড মো র‌ফিকুল ইসলাম সরদার, বাংলা‌দেশ‌ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ক‌্যা‌প্টেন ড মো মে‌হেরুল হাসান এবং কোর্স কো অর্ডিনেটর মোজা‌ম্মেলহকসহ অন্যান্য রোটারিয়ান সদস্যরা।

অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি আফরিনা রওশন জানান, শিক্ষার্থী‌দের পেশাগত এবং আত্ম-উন্নয়নের জন‌্য রোটার‌্যাক্ট অন‌্যতম সংগঠন। এখা‌নে তা‌দের দক্ষতা বৃ‌দ্ধির জন‌্য প্রত্যেক বছর প্রশিক্ষ‌ণের ব‌্যবস্থা করা হয়। যেখা‌নে অ‌ফিস ব‌্যবস্থাপনা ও প‌রিকল্পনাসহ নানান বিষ‌য়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এখন পর্যন্ত রোটার‌্যাক্ট অব এ‌গ্রি ভা‌র্সিটি ক্লাব ১ হাজার ৪৭৭ জন‌ শিক্ষার্থী‌কে প্রশিক্ষণ দি‌য়ে‌ছে। দে‌শের প্রতি‌টি ক্লাব থে‌কে প্রতি‌যো‌গিতার মাধ‌্যমে ১জন ক‌রে প্রশিক্ষ‌নের সু‌যোগ পায়। বর্তমান তারা দে‌শের আর্থসামা‌জিক উন্নয়‌নে দে‌শের নানান কর্মক্ষে‌ত্রে দক্ষতার সা‌থে কাজ কর‌ছেন।

অধ‌্যাপক ড. মো শহীদুল হক বলেন, মানুষ হিসেবে গড়ে উঠার জন্য এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আয়কর ব্যবস্থাপনা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, দলগতভাবে কাজ করার কৌশলসহ নানা দক্ষতা শেখানো হয়। যা বাস্তব জীবনে সফলতার জন্য অপরিহার্য।

এ সময় উপাচার্য অধ‌্যাপক ড এ‌ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রশিক্ষণ শিক্ষার্থী‌দের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। যা দেশের জন্য এক অমূল্য সম্পদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে আমি ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পাই। তোমাদের জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ।