ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
স্ত্রী আমার সঙ্গেই আছে, মিথ্যা ছড়াবেন না : শামীম হাসান সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ‘ব্লকেড’ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ

বাকৃবিতে ব্রাদার্স ফোরামের ‘হৃদয়ে বাকৃবি’ অনুষ্ঠিত

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১১:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭১ Time View

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিএইউ ব্রাদার্স ফোরামের’ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘হৃদয়ে বাকৃবি’ স্লোগানে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য বাকৃবির সংগঠনের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাকৃবি চত্বরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় সংগঠনের ভূমিকা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএইউ ব্রাদার্স ফোরাম শুধু পুনর্মিলনীর আয়োজনই করে না, বরং এটি বাকৃবির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে। ভবিষ্যতে এই সংগঠন আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের উন্নয়ন ও সহযোগিতার জন্য কাজ করবে বলে জানানো হয়।

এসময় বাকৃবির প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে সবাই নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো উপস্থাপন করেন।

দুপুরের পর পুনর্মিলনীতে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাক্তন, নবীন, প্রবীনের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম সংলগ্ন খেলার মাঠ।

সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে ইঙ্গিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় গান, ও নাটিকা মঞ্চস্থ হয়। সব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা জানান, এই ধরনের পুনর্মিলনী তাদের সম্পর্ক আরও দৃঢ় করে এবং একে অপরের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘হৃদয়ে বাকৃবি’ সকল অংশগ্রহণকারীর জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে ব্রাদার্স ফোরামের ‘হৃদয়ে বাকৃবি’ অনুষ্ঠিত

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ১১:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিএইউ ব্রাদার্স ফোরামের’ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘হৃদয়ে বাকৃবি’ স্লোগানে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য বাকৃবির সংগঠনের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বাকৃবি চত্বরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় সংগঠনের ভূমিকা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএইউ ব্রাদার্স ফোরাম শুধু পুনর্মিলনীর আয়োজনই করে না, বরং এটি বাকৃবির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে। ভবিষ্যতে এই সংগঠন আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের উন্নয়ন ও সহযোগিতার জন্য কাজ করবে বলে জানানো হয়।

এসময় বাকৃবির প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে সবাই নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো উপস্থাপন করেন।

দুপুরের পর পুনর্মিলনীতে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাক্তন, নবীন, প্রবীনের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম সংলগ্ন খেলার মাঠ।

সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে ইঙ্গিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় গান, ও নাটিকা মঞ্চস্থ হয়। সব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা জানান, এই ধরনের পুনর্মিলনী তাদের সম্পর্ক আরও দৃঢ় করে এবং একে অপরের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘হৃদয়ে বাকৃবি’ সকল অংশগ্রহণকারীর জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।