ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মহান স্বাধীনতা দিবস

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১০:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ২০ Time View

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের শুরুতে ২৬ মার্চ (বুধবার) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, স্ব-স্ব প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ (বুধবার) সকাল ৯.০০টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মরণ সাগরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি দেশের ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ১৯৭১ সনের এই দিনের ঘটনাপ্রবাহ বিশেষভাবে স্মরণ করেন এবং বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই স্বাধীনচেতা তারা পরাধীনতা কখনোই মেনে নিবেনা।’

এই বিশেষ দিনে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন। তিনি একই সাথে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এমএজি ওসমানী, সেক্টর কমান্ডারগণসহ সকল মুক্তিযোদ্ধা এবং এই মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে এই জাতির যে মুক্তিকামী চেতনা সেই একই চেতনায় ২০২৪ সনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকলের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী, অন্যায়কারী ফ্যাসিস্ট কোন অশুভ শক্তি যেন রাস্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে স্বাধীনতার ৫৫তম দিবসে এটাই হোক আমাদের আজকের শপথ।’

এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, প্রভোস্ট পরিষদ, ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী অফিসার সংগঠন, সকল আবাসিক হল প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মহিলা সংঘ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ৩য় শ্রেণীকর্মচারী পরিষদ, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, নিরাপত্তা কাউন্সিল, প্রবীণ শিক্ষক-কমকর্তা হিতৈষী সমিতি, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে এইবার বিভিন্ন সংগঠনে পুর্বনির্ধারিত প্রীতি খেলাধুলা বাতিল করা হয়। এছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা, জাতীয় সংহতি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মহান স্বাধীনতা দিবস

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ১০:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের শুরুতে ২৬ মার্চ (বুধবার) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, আবাসিক হল, স্ব-স্ব প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ (বুধবার) সকাল ৯.০০টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মরণ সাগরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি দেশের ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ১৯৭১ সনের এই দিনের ঘটনাপ্রবাহ বিশেষভাবে স্মরণ করেন এবং বলেন, ‘বাংলাদেশের মানুষ খুবই স্বাধীনচেতা তারা পরাধীনতা কখনোই মেনে নিবেনা।’

এই বিশেষ দিনে বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন। তিনি একই সাথে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এমএজি ওসমানী, সেক্টর কমান্ডারগণসহ সকল মুক্তিযোদ্ধা এবং এই মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে এই জাতির যে মুক্তিকামী চেতনা সেই একই চেতনায় ২০২৪ সনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকলের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী, অন্যায়কারী ফ্যাসিস্ট কোন অশুভ শক্তি যেন রাস্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে স্বাধীনতার ৫৫তম দিবসে এটাই হোক আমাদের আজকের শপথ।’

এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, প্রভোস্ট পরিষদ, ফ্যাসিবাদ বিরোধী শিক্ষক সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী অফিসার সংগঠন, সকল আবাসিক হল প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মহিলা সংঘ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ৩য় শ্রেণীকর্মচারী পরিষদ, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, নিরাপত্তা কাউন্সিল, প্রবীণ শিক্ষক-কমকর্তা হিতৈষী সমিতি, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে এইবার বিভিন্ন সংগঠনে পুর্বনির্ধারিত প্রীতি খেলাধুলা বাতিল করা হয়। এছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা, জাতীয় সংহতি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।