বাকৃবিতে পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

- Update Time : ১০:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৮ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোর্শেদ হাসান মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম। এসময় আরও উপস্থিত হিসেবে বিশ্ববিদ্যলয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, শহীদ সাদ ইবনে মমতাজ পিএইচডি ডরমেটরির সহকারী সুপার অধ্যাপক ড. মো. আখতারুল আলমসহ অ্যাসোসিয়েশনের পিএইচডি গবেষেকেরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সামছুল আলম বলেন, এখানে যারা পিএইচডি গবেষক হিসেবে আছেন, তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। গবেষণা শেষে তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন। তাই এটি একে অপরের সাথে সহমর্মিতা প্রকাশের জায়গা। সকলের প্রতি আহবান থাকবে যিনি যেই কাজই করছে, সেটি যেন দেশের কাজে আসে। আমরা আমাদের সীমাবদ্ধতার পরেও পিএচডি ডরমিটরির জন্য কাজ করছি। পাশাপাশি আজকে এই সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে ইফতার পূর্বে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যলয়ের বিনা গেষ্ট হাউজ জামে মসজিদের ইমাম মো এনামুল হক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়