ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইসির নিবন্ধন সার্টিফিকেট পেয়েছে এনসিপি ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখা অঙ্কন করবে: ইসি সানাউল্লাহ আরেক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন জয় আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া দাম কমিয়ে বৈধ আমদানি বাড়াতে মোবাইল ফোনে শুল্ক কমছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা ধোঁকা দেওয়ার দিন শেষ : চরমোনাই পীর ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের দায়িত্বে হাবিবুর রহমান সিদ্দিকী

বাকৃবিতে পশুপালন অনুষদের ২১তম ব্যাচের ইন্টার্নশীপের সমাপনী

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১২:৩১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২৭ Time View

বাকৃবির পশুপালন অনুষদের ইন্টার্নশিপ ২০২৫ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ওই সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এবছর ওই অনুষদের ১৬৯ জন শিক্ষার্থী তাদের ইন্টার্নশীপ সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক তানভির আহমেদ ও জেসমিন আক্তার বৃষ্টির যৌথ সঞ্চালনায় এবং পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং বাংলা ইউকে এগ্রো প্রোডাক্টস্ লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, ও অন্যান্য বিভিন্ন কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ইন্টার্নশীপ প্রোগ্রাম নিশ্চিতভাবেই অনেক শিক্ষার্থীদের জীবনকে নতুন ধারায় প্রবাহিত হতে সাহায্য করেছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কার্যকর সমন্বয় গড়ে তোলা যায়। ইতোমধ্যে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছে।

তিনি আরও বলেন, আগামী বছরে পশু পালন অনুষদের প্রত্যেক ইন্টার্নকে ইন্টার্নি রিপোর্ট হাতে লিখে জমা দিতে হবে । তোমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে হবে যেনো তোমাদের চাকরির পেছনে ছুটতে না হয় বরং দক্ষতার জন্য কর্মের সুযোগ তোমাদের নিকট চলে আসে।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে পশুপালন অনুষদের ২১তম ব্যাচের ইন্টার্নশীপের সমাপনী

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১২:৩১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ওই সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এবছর ওই অনুষদের ১৬৯ জন শিক্ষার্থী তাদের ইন্টার্নশীপ সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক তানভির আহমেদ ও জেসমিন আক্তার বৃষ্টির যৌথ সঞ্চালনায় এবং পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং বাংলা ইউকে এগ্রো প্রোডাক্টস্ লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, ও অন্যান্য বিভিন্ন কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ইন্টার্নশীপ প্রোগ্রাম নিশ্চিতভাবেই অনেক শিক্ষার্থীদের জীবনকে নতুন ধারায় প্রবাহিত হতে সাহায্য করেছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কার্যকর সমন্বয় গড়ে তোলা যায়। ইতোমধ্যে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছে।

তিনি আরও বলেন, আগামী বছরে পশু পালন অনুষদের প্রত্যেক ইন্টার্নকে ইন্টার্নি রিপোর্ট হাতে লিখে জমা দিতে হবে । তোমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে হবে যেনো তোমাদের চাকরির পেছনে ছুটতে না হয় বরং দক্ষতার জন্য কর্মের সুযোগ তোমাদের নিকট চলে আসে।