ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয়

বাকৃবিতে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ইউআইএইচপি ব্রিফিং সেশন সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৫:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ৫৭ Time View

কৃষি প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের আগ্রহী করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) অধীনে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সেশনটির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ব্রিফিং সেশনটি অনুষ্ঠিত হয়।

ইউআইএইচপি’র ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. লতিফুল খবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও ইউআইএইচপি’র ফোকাল পয়েন্ট ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে ইউআইএইচপি ফোকাল কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ফোকাল প্রতিনিধিবৃন্দ এবং আউটরিচ পার্টনার বাংলাদেশ কৃষি অলিম্পিয়াড এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, ইউআইএইচপি ইতোমধ্যে ১১টি বিশ্ববিদ্যালয়ে ৭০ লাখ টাকার বেশি প্রি-সিড ফান্ড হিসেবে বিতরণ করেছে এবং এই প্রি- সিড ফান্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে হাবের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

কৃষি গবেষণায় উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এমন আয়োজন নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের চিন্তাভাবনা, উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা শুধুমাত্র সরকারি চাকরির পেছনে না ছুটে কৃষি-ভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার পথেও নিজেকে নিয়োজিত করতে পারো। এতে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ও উদ্যোগ প্রান্তিক কৃষকদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবে।”

উল্লেখ্য অনুষ্ঠানটিতে প্রায় দুইশোর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ইউআইএইচপি ব্রিফিং সেশন সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৫:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

কৃষি প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের আগ্রহী করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) অধীনে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সেশনটির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ব্রিফিং সেশনটি অনুষ্ঠিত হয়।

ইউআইএইচপি’র ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. লতিফুল খবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও ইউআইএইচপি’র ফোকাল পয়েন্ট ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে ইউআইএইচপি ফোকাল কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ফোকাল প্রতিনিধিবৃন্দ এবং আউটরিচ পার্টনার বাংলাদেশ কৃষি অলিম্পিয়াড এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, ইউআইএইচপি ইতোমধ্যে ১১টি বিশ্ববিদ্যালয়ে ৭০ লাখ টাকার বেশি প্রি-সিড ফান্ড হিসেবে বিতরণ করেছে এবং এই প্রি- সিড ফান্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে হাবের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

কৃষি গবেষণায় উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এমন আয়োজন নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের চিন্তাভাবনা, উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা শুধুমাত্র সরকারি চাকরির পেছনে না ছুটে কৃষি-ভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার পথেও নিজেকে নিয়োজিত করতে পারো। এতে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ও উদ্যোগ প্রান্তিক কৃষকদের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবে।”

উল্লেখ্য অনুষ্ঠানটিতে প্রায় দুইশোর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।