ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাকৃবিতে ছাত্রশিবিরের আয়োজনে হবে ‘শাহী কুরবানী ফিস্ট’

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / ৩৮০ Time View

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য কুরবানীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। ঈদের দিন কুরবানীর মাংস দিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।

তিনি জানান, ঈদের সময় অনেক শিক্ষার্থী চাকরির প্রস্তুতি কিংবা বিভিন্ন ব্যস্ততার কারণে নিজ বাড়িতে ফিরতে পারেন না। অনেকটা একাকীত্বর মধ্যে ঈদের দিনটি অতিবাহিত করতে হয় তাদের। আমাদের এই আয়োজনের মাধ্যমে ঈদের দিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এই উদ্যোগ অন্তত কিছুটা হলেও পরিবারের অভাব লাঘব করবে এবং ক্যাম্পাসে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে।

ফখরুল ইসলাম আরও বলেন, ত্যাগ ও সম্প্রতির বার্তা নিয়ে পবিত্র ঈদ উল আযহা আমাদের দোরগোড়ায়। প্রতি বছরের ন্যায় এবারও আমরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কুরবানীর উদ্যোগ গ্রহণ করেছি, যা দিয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারী, নিরাপত্তারক্ষী, নৈশপ্রহরী ও আশেপাশের দরিদ্র মানুষের মানুষের মাঝে বরাবরের মতোই কুরবানির মাংস বিতরণ করা হবে। ইসলামী ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীবান্ধব ও মানবিক কাজে অংশগ্রহণ করে। পবিত্র রমজান মাসে হলভিত্তিক ও গণইফতারে ১৩ হাজার শিক্ষার্থীকে ইফতার করানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেছে। এভাবেই জনবান্ধন কাজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, তাদের ভালোবাসা অর্জন করতে চাই।

Please Share This Post in Your Social Media

বাকৃবিতে ছাত্রশিবিরের আয়োজনে হবে ‘শাহী কুরবানী ফিস্ট’

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য কুরবানীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। ঈদের দিন কুরবানীর মাংস দিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।

তিনি জানান, ঈদের সময় অনেক শিক্ষার্থী চাকরির প্রস্তুতি কিংবা বিভিন্ন ব্যস্ততার কারণে নিজ বাড়িতে ফিরতে পারেন না। অনেকটা একাকীত্বর মধ্যে ঈদের দিনটি অতিবাহিত করতে হয় তাদের। আমাদের এই আয়োজনের মাধ্যমে ঈদের দিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। এই উদ্যোগ অন্তত কিছুটা হলেও পরিবারের অভাব লাঘব করবে এবং ক্যাম্পাসে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে।

ফখরুল ইসলাম আরও বলেন, ত্যাগ ও সম্প্রতির বার্তা নিয়ে পবিত্র ঈদ উল আযহা আমাদের দোরগোড়ায়। প্রতি বছরের ন্যায় এবারও আমরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কুরবানীর উদ্যোগ গ্রহণ করেছি, যা দিয়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মচারী, নিরাপত্তারক্ষী, নৈশপ্রহরী ও আশেপাশের দরিদ্র মানুষের মানুষের মাঝে বরাবরের মতোই কুরবানির মাংস বিতরণ করা হবে। ইসলামী ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীবান্ধব ও মানবিক কাজে অংশগ্রহণ করে। পবিত্র রমজান মাসে হলভিত্তিক ও গণইফতারে ১৩ হাজার শিক্ষার্থীকে ইফতার করানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করেছে। এভাবেই জনবান্ধন কাজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, তাদের ভালোবাসা অর্জন করতে চাই।