বাকৃবি ছাত্রদলের ব্যানার ব্যবহারে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিবাদ

- Update Time : ১০:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৩১ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল তাদের নাম ও ব্যানার ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির দাবি, কিছু অনুপ্রবেশকারী ও ফ্যাসিবাদের দোসররা ছাত্রদলের পরিচয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়।
বুধবার (২৬ মার্চ) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, ৫ আগস্ট পরবর্তী সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, অতীতে ছাত্রলীগের সম্মুখ সারির ক্যাডার, ফ্যাসিবাদের দোসর ও সরকারি দলের নির্বাচনে অংশগ্রহণকারী কিছু ব্যক্তি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাম ব্যবহার করে সংগঠনটিকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্রের সঙ্গে বাকৃবি ছাত্রদলের কোনো সম্পর্ক নেই এবং সংগঠনটি তাদের কার্যক্রমের কঠোর বিরোধিতা করছে।
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ভবিষ্যতে যদি কোনো ছাত্র-শিক্ষক-কর্মকর্তা বা কর্মচারী এই অনুপ্রবেশকারী চক্রের সঙ্গে সম্পর্ক রাখে, তবে তাকেও ফ্যাসিবাদের দোসর হিসেবে বিবেচনা করা হবে। বাকৃবি ছাত্রদল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কখনোই গণতন্ত্রবিরোধী শক্তিকে প্রশ্রয় দেবে না এবং তাদের রুখে দিতে সর্বস্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।
বাকৃবি ছাত্রদল তাদের বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলে, ছাত্রদলের আদর্শিক অবস্থান রক্ষায় তারা সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।