বাকি সময়টা খুবই সাধারণ একটা জীবন কাটাতে চাই : তাহসান

- Update Time : ১২:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২২১৫ Time View
মেলবোর্নের কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ ঘোষণা দিয়ে ২৫ বছরের সংগীতজীবনের শেষ অধ্যায়ের সূচনা করেছেন তাহসান খান—‘আমি অবসরে যাচ্ছি’। এরপর সোমবার দুপুরে দেশের এক গণমাধ্যমে দেওয়া ইন্টারভিউয়ে তিনি বিস্তারিত জানালেন কেন এই সিদ্ধান্ত নিয়েছেন।
বছরচারেক আগে অভিনয় থেকে বিরতি নেন তাহসান খান। এরপর পুরোপুরি মনোযোগী হয়েছিলেন গানে। গান, কনসার্ট, মিউজিক্যাল ট্যুর সবকিছু মিলিয়ে দারুণ সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ করেই এবার গানেও ইতি টানলেন সংগীতের জনপ্রিয় এ তারকা।
তাহসান জানান, এটি হঠাৎ ভাবনা নয়, বরং অনেক দিন ধরে মনে হচ্ছিল যে, সময় এসেছে থামার। অস্ট্রেলিয়া ট্যুর শেষ করলেই ঢাকায় বাকি দুটি প্রাইভেট শো শেষ করে গান থেকেও পুরোপুরি বিরতি নেবেন। তিনি স্পষ্ট করলেন, এটি তাঁর শেষ ট্যুর, এবং ভক্তদের উদ্দেশে বললেন, ‘শুধু এতুকুই বলব, ধন্যবাদ তোমায়, সুরের বন্ধু ভেবেছ।’
অবসরের সঙ্গে সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতেও বিরতি নেবেন। তাহসান বলেন, ‘রিটায়ার্ড মানুষের সোশ্যাল মিডিয়ার প্রয়োজন কী! এত ট্রমা, ফেইক নিউজ আর টক্সিক পরিবেশ সহ্য করতে চাই না।’
তিনি জানান, ‘অস্ট্রেলিয়া ট্যুর শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরব। এরপর ডিসেম্বরে ঢাকার শো-টা করব, এরপর তো অবসরই। পরের বাকি সময়টা খুবই সাধারণ একটা জীবন কাটাতে চাই।’
২৫ বছরের ক্যারিয়ারে প্রাপ্তি ও ভালোবাসা নিয়ে তিনি জানালেন, ‘এত শ্রোতা-দর্শক ও মানুষের ভালোবাসা পেয়েছি যা অমূল্য। যোগ্যতার চেয়ে অনেক বেশি। কোনো অপূর্ণতা নেই।’
অবসরের পর তাহসান চাচ্ছেন একেবারে সাধারণ জীবন, পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে। শেষ কনসার্ট থেকে শুরু করে ভক্তদের সঙ্গে শেষ যোগাযোগ পর্যন্ত, এই অধ্যায় হয়ে যাবে স্মরণীয় এক অধ্যায়।
তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা নাসরিন
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়