বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

- Update Time : ০৫:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১১৯ Time View
নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় টাইগাররা। এই জয়ে টাইগার ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে ইতিহাস গড়ার মূল ভিত্তিটা তৈরি করে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের ব্যাটারদের পুরো ইনিংসজুড়েই চাপে রেখে মাত্র ১৩৪ রানে আটকিয়ে রাখে মেহেদী-শরিফুলরা।
নিউজিল্যান্ডের নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৫ উকেটের সহজ জয় পায় টাইগাররা। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মেহেদী-লিটন। শেষ দিকে ১৪ বলে ১৯ রানের লক্ষ্য তাড়া করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী। লিটন দাশ ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
নওরোজ/এসএইচ