পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে
- Update Time : ০৪:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ১৩৭ Time View
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় জাহাজটি।
জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজার নেতৃত্বে আগমনকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা প্রদান করে।
চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফর দুই দেশের নৌবাহিনীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও মজবুত করবে এবং সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।
জাহাজটি আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































