বিভিন্ন দাবী দাওয়া নিয়ে
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসেসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার কর্মবিরতি পালন

- Update Time : ০২:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৮৯ Time View
বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
আজ ০৫ মে ২০২৫ইং সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা ২ ঘন্টা বিচার কাজে সকল সহায়তা বন্ধ রেখে এ কর্মবিরতি পালন করেন।
ব্রাহ্মণবাড়িয়া অধনস্ত আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগনের উপস্থিতিতে এসময় বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিভাগের বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আওলাদ হোসেন।
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুমনময় চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্যে রাখেন খায়রুল ইসলাম নোমান, মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ উজ্জল, রমজানুল ইসলাম, খালেকুজ্জামান আশিক, আব্দুল আউয়াল, আবু কাউছার আহমেদ ভুইয়া,মহিবুল হাসান, মিরাজুল ইসলাম চৌধুরী, হালিমুর রহমান, আব্দুল মান্নান, মোঃ মাসুম ও শামীম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ২ দফা দাবী তথা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ক্লপদ বিলুপ্ত করে যুযোপোযোগী পদ সৃজনপুর্বক যোগ্যতা ও জৈষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জানান।
বক্তারা এরূপ দাবী বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচীর সমন্বয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর বৈষম্যের জাতাকলে পিষ্ট হয়ে ২০২৪ এ জুলাই গণঅভূত্থ্যানের মধ্য দিয়ে অন্তর্বতীকালীন সরকারের বৈষম্যেহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে অগ্রযাত্রা শুরু হয়েছিলো তাতে করে এসোসিয়েশন আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল।
তারই ধারাবাহিকতায় অন্তবর্তীকালীন সরকারের অভাবনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকার কর্তৃক গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে এসেসিয়েশন সাক্ষাৎ করে দাবীগুলো উপস্থাপন করা হয়।