ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বসুন্ধরা-মোহামেডানের পর এবার আবাহনীর ওপরও ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০১:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৪০২ Time View

ঢাকা আবাহনী লিমিটেড। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের বড় ক্লাবগুলোর ওপর একের পর এক পড়ছে ফিফার শাস্তির খড়গ। বসুন্ধরা কিংস ও মোহামেডানের পর এবার সেই তালিকায় যোগ হলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। ঐতিহ্যবাহী এই ক্লাবটিরর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার এই সিদ্ধান্ত এসেছে এক বিদেশি ফুটবলারের বকেয়া পাওনা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে। জানা গেছে, আবাহনী গত বছর ৫ আগস্টের আগে তিনজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছিল। তবে রাজনৈতিক অস্থিরতা ও ক্লাব কার্যক্রমে ক্ষতির পর আবাহনী একতরফাভাবে তাদের চুক্তি বাতিল করে দেয়।

সে খেলোয়াড়দের একজন পরে ফিফায় অভিযোগ জানান— যার দাবি, তার পাওনা অর্থ ৬০ হাজার ডলারের বেশি। তদন্ত শেষে ফিফা জানায়, কোনো খেলোয়াড়ের চুক্তি বাতিল করতে হলে দুই পক্ষের সম্মতি প্রয়োজন। কিন্তু আবাহনী একতরফাভাবে চুক্তি বাতিল করায় সেটি ‘চুক্তি ভঙ্গের’ শামিল বলে রায় দিয়েছে সংস্থাটি।

ফলে আপাতত নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ক্লাবটির।

একসময়ের লিগজুড়ে আধিপত্য বিস্তারকারী আবাহনীর ওপর এই নিষেধাজ্ঞা ঘরোয়া ফুটবলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফিফার নির্দেশ না মানলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

বসুন্ধরা-মোহামেডানের পর এবার আবাহনীর ওপরও ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
Update Time : ০১:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ফুটবলের বড় ক্লাবগুলোর ওপর একের পর এক পড়ছে ফিফার শাস্তির খড়গ। বসুন্ধরা কিংস ও মোহামেডানের পর এবার সেই তালিকায় যোগ হলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। ঐতিহ্যবাহী এই ক্লাবটিরর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার এই সিদ্ধান্ত এসেছে এক বিদেশি ফুটবলারের বকেয়া পাওনা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে। জানা গেছে, আবাহনী গত বছর ৫ আগস্টের আগে তিনজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছিল। তবে রাজনৈতিক অস্থিরতা ও ক্লাব কার্যক্রমে ক্ষতির পর আবাহনী একতরফাভাবে তাদের চুক্তি বাতিল করে দেয়।

সে খেলোয়াড়দের একজন পরে ফিফায় অভিযোগ জানান— যার দাবি, তার পাওনা অর্থ ৬০ হাজার ডলারের বেশি। তদন্ত শেষে ফিফা জানায়, কোনো খেলোয়াড়ের চুক্তি বাতিল করতে হলে দুই পক্ষের সম্মতি প্রয়োজন। কিন্তু আবাহনী একতরফাভাবে চুক্তি বাতিল করায় সেটি ‘চুক্তি ভঙ্গের’ শামিল বলে রায় দিয়েছে সংস্থাটি।

ফলে আপাতত নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ক্লাবটির।

একসময়ের লিগজুড়ে আধিপত্য বিস্তারকারী আবাহনীর ওপর এই নিষেধাজ্ঞা ঘরোয়া ফুটবলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফিফার নির্দেশ না মানলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।