চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য বন্ধুরা দায়ী নয়’
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইইউবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

- Update Time : ০৮:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৫৭ Time View
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী মাহীন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘আমার এ মৃত্যুর জন্য বন্ধুরা কেউ দায়ী নয়।’
মাহীন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী ছিলেন। রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-জি রোড-১৭ বাসা ৮৭৯ তৃতীয় তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, নিহত ইশতিয়াক আইইউবির শিক্ষার্থী ছিলেন। তার কাছ থেকে একটি চিরকুট আমরা পাই। সেখানে লেখা ‘আমার এই মৃত্যুর জন্য বন্ধুরা কেউ দায়ী নয়’। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মাহীনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে। বাবার নাম মাহবুব আলম চৌধুরী। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক-জি রোড-১৭ বাসা ৮৭৯ তৃতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের এক ভাই ও এক বোন রয়েছে।