বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা

- Update Time : ০১:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১১৫ Time View
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্ভুক্ত হাসনাবাদ হাউজিংয়ে অবস্থিত বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে জোরপূর্বক পদচ্যুত করানো হয় বলে অভিযোগ ওঠেছে।
সরজমিনে দেখা যায়,বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে কোন মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রদচিত করায়। প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলন করছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থী এবং অভিভাবকরা দাবি করেন “হেডস্যার নাসির উদ্দিন অত্যন্ত ভালো মানুষ, তাকে জোরপূর্বক পদচ্যুত করে অর্থের বিনিময়ে নতুন হেডমাস্টার নিয়োগের পায়তারা চলছে”।
অত্যন্ত জনপ্রিয় শিক্ষককে ফিরিয়ে আনতে কোমলমতি শিক্ষার্থীরা অনবরত আন্দোলন ও মানববন্ধন করে চলেছে। স্থানীয়দের মুখে শোনা যায় প্রধান শিক্ষক নাসির উদ্দিন খুবই ভালো মনের একজন মানুষ এবং যোগ্য প্রধান শিক্ষক। তাই ছাত্র এবং অভিভাবকরা জোরপূর্বক প্রধান শিক্ষকের পদচ্যুত করার বিষয়টি মেনে নিতে পারছে না। তাই তারা প্রধান শিক্ষকের পুনঃবহালের দাবিতে স্কুলের আশেপাশে সড়কে অবস্থান নেন।
আন্দোলন চলমান অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের গালিগালাজ করার তথ্য প্রমান আসে দৈনিক নওরোজের কাছে।
ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যেতে পারে বলে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কে এ বিষয়ে অবগত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ” পরিস্থিতি সামাল দিতে পারবো কিনা জানিনা”।
এ সময় তিনি আইনশৃঙ্খলা জোরদারের বিষয়ে নমনীয়তা প্রকাশ করেন। তাই স্থানীয় জনগণ এবং আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীরা নিজ নিজ জান মালের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।