ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় তারুণ্যের উৎসবে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

চৌধূরী মুনীর হোসেন, বরগুনা প্রতিনিধি
  • Update Time : ০৩:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ১৮৩৩ Time View

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই মূলমন্ত্রকে ধারণ করে দেশব্যাপী চলমান “তারুণ্যের উৎসব-২০২৫” এর অংশ হিসেবে বরগুনায় আয়োজিত হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি।

বরগুনা তারুণ্যের যুব সমাজের আয়োজনে এবং এনজিও সংস্থা “সংগ্রাম”-এর সহযোগিতায় বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য এ স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা সরকারি মহিলা কলেজে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফারহানা মাহফুজ, মেডিকেল অফিসার ডা. মাহমুদ মুর্শীদ আল মামুন (শুভ) ও সহকারী সার্জন ডা. হিমাদ্রী রায় শিক্ষার্থীদের গাইনোকলজিক্যাল সেবা প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেক স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসবের “গ্রাহক সেবা পক্ষ” বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ছাত্রদল বরগুনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রাসেল খোকন, বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু হানিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. সিকদার সাইফুল ইসলাম, দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ইবরার হোসেন নিঝুম, সংগ্রামের মিডিয়া অফিসার মো. সানাউল্লাহ রিয়াদ প্রমুখ।

চিকিৎসা সেবা কর্মসূচি শেষে বরগুনা সরকারি মহিলা কলেজ, বরগুনা সরকারি কলেজ এবং শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় তরুণ ও সামাজিক সংগঠনের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বরগুনায় তারুণ্যের উৎসবে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

চৌধূরী মুনীর হোসেন, বরগুনা প্রতিনিধি
Update Time : ০৩:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই মূলমন্ত্রকে ধারণ করে দেশব্যাপী চলমান “তারুণ্যের উৎসব-২০২৫” এর অংশ হিসেবে বরগুনায় আয়োজিত হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি।

বরগুনা তারুণ্যের যুব সমাজের আয়োজনে এবং এনজিও সংস্থা “সংগ্রাম”-এর সহযোগিতায় বরগুনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য এ স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা সরকারি মহিলা কলেজে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফারহানা মাহফুজ, মেডিকেল অফিসার ডা. মাহমুদ মুর্শীদ আল মামুন (শুভ) ও সহকারী সার্জন ডা. হিমাদ্রী রায় শিক্ষার্থীদের গাইনোকলজিক্যাল সেবা প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেক স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসবের “গ্রাহক সেবা পক্ষ” বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ছাত্রদল বরগুনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম রাসেল খোকন, বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু হানিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. সিকদার সাইফুল ইসলাম, দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ইবরার হোসেন নিঝুম, সংগ্রামের মিডিয়া অফিসার মো. সানাউল্লাহ রিয়াদ প্রমুখ।

চিকিৎসা সেবা কর্মসূচি শেষে বরগুনা সরকারি মহিলা কলেজ, বরগুনা সরকারি কলেজ এবং শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় তরুণ ও সামাজিক সংগঠনের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হয়েছে।