ফুঁসে উঠেছে হাজারো জনতা
‘বয়কট বয়কট-ফজলে হুদা বয়কট’ শ্লোগানে শ্লোগানে উত্তাল নওগাঁ-৩
- Update Time : ০৯:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২৮১ Time View
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত ফজলে হুদা বাবুলের ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে প্রধান সড়কের দুধারে গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আকতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা এর আয়োজন করে।
স্মরণকালের দীর্ঘ এ মানববন্ধন স্থানীয় বাসস্ট্যান্ডের উত্তরে লিচুবাগান ও দক্ষিণে শিবগঞ্জের মোড় পর্যন্ত বিস্তৃত হয়। কর্মসূচি চলাকালে বক্তারা এই আসনে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের মনোনয়ন পূনর্বিবেচনা করে জনিকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকের মোড়ে জনির বাসভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে ‘‘বয়কট বয়কট-ফজলে হুদা বয়কট” শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে মহাদেবপুরে রাজপথ। সমাবেশে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি নেতাকর্মীদের শান্তনা দিয়ে বলেন, এই মনোনয়নই চুড়ান্ত নয়। দলের মহাসচিব বলেছেন এটি পরিবর্তন হতে পারে। তিনি বলেন, রাজনীতি থেকে প্রয়াত আখাতার হামিদ সিদ্দিকীর পরিবারকে মাইনাসের ষড়যন্ত্র চলছিল। তাদের দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও সক্রিয়। তিনি সাধারণ ভোটারদের সাথে নিয়ে ষড়যন্ত্রকারিদের রুখে দেয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, ১৯৯১ থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নু পর পর চার বার এই আসন থেকে বিজয়ী হন এবং ২০০১ টার্মে জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন। এসময় তিনি মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেন। তার মৃত্যুর পর ২০১৮ সালের নির্বাচনে তার ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে ধানের শীষের মনোনয়ন দেয়া হলে শেখ হাসিনার মধ্যরাতের সাজানো নির্বাচনেও তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। কিন্তু সেসময় ফজলে হুদা বাবুল কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের ভোট না করে চাকরিস্থলে চলে যান। এবার এই আসনে এই কর্পোরেট চাকরিজীবীকে মনোনয়ন দেয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা বলছেন, মহাদেবপুর উপজেলার ভোটার সংখ্যা বদলগাছীর চেয়ে প্রায় দ্বিগুন। এখানকার ভোটেই নির্ধারিত হবে জয় পরাজয়। এই আসনটি ধানের শীষের ঘাটি হলেও মনোনয়নের ভূলে এবার এটি জামায়াতের দখলে চলে যেতে পারে। তাই অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জনিকে মনোনয়ন দেয়ার দাবি তাদের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































