ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টিভি-নিউজ পোর্টালে হজ অ্যাপ ‘লাব্বাইক’ বিষয়ক ভিডিও প্রচারের অনুরোধ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগ সাবেক স্ত্রী মিমের ৩০ দিনের ‘নিঃশর্ত যুদ্ধবিরতিতে’ যাচ্ছে ইউক্রেন ইসরাইলকে বয়কট, নরওয়েজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাস হজের আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা চালু করল সৌদি ভারত-পাকিস্তান ৮৭ ঘণ্টার যুদ্ধ, প্রতি ঘণ্টায় ব্যয় ১ বিলিয়ন ডলার! ‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপনে ‘ইউমে তাশাক্কুর’ পালন করছে পাকিস্তান ভারতে ইউটিউব চ্যানেল ব্লক, আইনি পদক্ষেপের ঘোষণা ইলিয়াসের আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন ও পাকিস্তান আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত: নুর

বন্যার পর শঙ্খে মাছ ধরার উৎসব

মোঃ ইব্রাহিম শেখ, চট্রগ্রাম ব্যুরো
  • Update Time : ১২:১৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ৩০০ Time View

শঙ্খ নদে চলছে সৌখিন মৎস্য শিকারীদের হাত জাল দিয়ে মাছ ধরার মহোৎসব।

শুক্রবার শঙ্খ নদে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এ সংবাদ প্রচার হওয়ার সাথে সাথেই ভোর থেকে হাজার হাজার মানুষ হাত জাল নিয়ে শঙ্খ নদের দু’তীরে নেমে পড়ে।

চন্দনাইশের দোহাজারী, ধোপাছড়ি, সাতকানিয়ার কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড় সীমান্তে দেখা যায় নদের দু’তীরে অসংখ্য সৌখিন মৎস্য শিকারী হাত জাল দিয়ে মাছ ধরছে।

শুক্রবার সকাল থেকে দুপুর হতে হতেই একেক জন মাছ শিকারীর মধ্যে কেউ কেউ ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত মাছ পেয়েছেন। এরমধ্যে রয়েছে মাছের পোনা থেকে ৪/৫ কেজি ওজনের বড় মাছ।

গত সপ্তাহে টানা বর্ষণের ফলে শঙ্খ নদে পাহাড়ি ঢল নেমে আসায় চন্দনাইশ–সাতকানিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়।

বন্যায় দু’উপজেলায় কমপক্ষে ৫ হাজার পুকুর ডুবে গিয়ে চাষকৃত মাছ ভেসে যায়। এসকল পুকুরের সমস্ত মাছ বিলে, খালে, নদ–নদীতে ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার বন্যার পানি নামার পর থেকেই সৌখিন মৎস্য শিকারীরা হাত জাল নিয়ে বিলে, খালে, নদ–নদীতে মাছ শিকারে নেমে পড়েন এবং পর্যাপ্ত মাছ পাচ্ছেন।

বিশেষ করে চন্দনাইশ–সাতকানিয়া সীমান্তের মধ্যদিয়ে বয়ে চলা শক্সখনদের বিভিন্ন পয়েন্টে হাত জাল দিয়ে মাছ ধরার দৃশ্য বেশি দেখা যাচ্ছে।

শুক্রবার ভোর থেকেই সৌখিন মৎস্য শিকারীরা প্রচুর মাছ পাচ্ছেন। এসব মৎস্য শিকারীরা পাওয়া মাছ নিজের পরিবারের চাহিদা মিটিয়ে নিকটস্থ আত্মীয়–স্বজনদেরও বিলি করতে দেখা যাচ্ছে। কেউ কেউ বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন।

উত্তর কালিয়াইশের গ্রামের আবদুল আলম সওদাগর জানান, শঙ্খ নদে হাত জালে প্রচুর মাছ আসছে ভোরে কয়েকজনের কাছ থেকে এমন খবর পেয়ে বাড়িতে থাকা জাল নিয়ে আমরা ৩ জন মাছ ধরতে যাই। ৩ ঘন্টার মধ্যেই ১৫ কেজির বেশি মাছ পেয়েছি। এরমধ্যে রুই, কাতাল, পাঙ্গাস, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। বন্যা পরবর্তী শঙ্খ নদে এ দৃশ্য এখন নিত্যদিনেই দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

বন্যার পর শঙ্খে মাছ ধরার উৎসব

মোঃ ইব্রাহিম শেখ, চট্রগ্রাম ব্যুরো
Update Time : ১২:১৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

শঙ্খ নদে চলছে সৌখিন মৎস্য শিকারীদের হাত জাল দিয়ে মাছ ধরার মহোৎসব।

শুক্রবার শঙ্খ নদে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এ সংবাদ প্রচার হওয়ার সাথে সাথেই ভোর থেকে হাজার হাজার মানুষ হাত জাল নিয়ে শঙ্খ নদের দু’তীরে নেমে পড়ে।

চন্দনাইশের দোহাজারী, ধোপাছড়ি, সাতকানিয়ার কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড় সীমান্তে দেখা যায় নদের দু’তীরে অসংখ্য সৌখিন মৎস্য শিকারী হাত জাল দিয়ে মাছ ধরছে।

শুক্রবার সকাল থেকে দুপুর হতে হতেই একেক জন মাছ শিকারীর মধ্যে কেউ কেউ ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত মাছ পেয়েছেন। এরমধ্যে রয়েছে মাছের পোনা থেকে ৪/৫ কেজি ওজনের বড় মাছ।

গত সপ্তাহে টানা বর্ষণের ফলে শঙ্খ নদে পাহাড়ি ঢল নেমে আসায় চন্দনাইশ–সাতকানিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়।

বন্যায় দু’উপজেলায় কমপক্ষে ৫ হাজার পুকুর ডুবে গিয়ে চাষকৃত মাছ ভেসে যায়। এসকল পুকুরের সমস্ত মাছ বিলে, খালে, নদ–নদীতে ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার বন্যার পানি নামার পর থেকেই সৌখিন মৎস্য শিকারীরা হাত জাল নিয়ে বিলে, খালে, নদ–নদীতে মাছ শিকারে নেমে পড়েন এবং পর্যাপ্ত মাছ পাচ্ছেন।

বিশেষ করে চন্দনাইশ–সাতকানিয়া সীমান্তের মধ্যদিয়ে বয়ে চলা শক্সখনদের বিভিন্ন পয়েন্টে হাত জাল দিয়ে মাছ ধরার দৃশ্য বেশি দেখা যাচ্ছে।

শুক্রবার ভোর থেকেই সৌখিন মৎস্য শিকারীরা প্রচুর মাছ পাচ্ছেন। এসব মৎস্য শিকারীরা পাওয়া মাছ নিজের পরিবারের চাহিদা মিটিয়ে নিকটস্থ আত্মীয়–স্বজনদেরও বিলি করতে দেখা যাচ্ছে। কেউ কেউ বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন।

উত্তর কালিয়াইশের গ্রামের আবদুল আলম সওদাগর জানান, শঙ্খ নদে হাত জালে প্রচুর মাছ আসছে ভোরে কয়েকজনের কাছ থেকে এমন খবর পেয়ে বাড়িতে থাকা জাল নিয়ে আমরা ৩ জন মাছ ধরতে যাই। ৩ ঘন্টার মধ্যেই ১৫ কেজির বেশি মাছ পেয়েছি। এরমধ্যে রুই, কাতাল, পাঙ্গাস, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। বন্যা পরবর্তী শঙ্খ নদে এ দৃশ্য এখন নিত্যদিনেই দেখা যাচ্ছে।