বন্ধু বদল করলেন মোদি!

- Update Time : ০৩:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ২৩৩ Time View
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্বের সম্পর্ক কারও অজানা নয়। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো থেকে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে একাধিক পোস্ট করেছিলেন দুদেশের প্রধান।
তবে, এবার সেই বন্ধুত্বে দূরত্ব দেখা দিচ্ছে। মূলত, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের পরই দুজনের সম্পর্কের অবনতি হয়।
রাশিয়ার তেল কেনায় ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরপরই ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে, বিষয়টি মিথ্যা বলে আখ্যা দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের দিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। ওই পোস্টে পুতিনকে বন্ধু হিসেবে আখ্যা দিন মোদি। যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়। অনেকেই বলছেন, শুল্কের জবাবে ট্রাম্পের শত্রু পুতিনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছেন পুতিন।
শুক্রবার (৮ আগস্ট) দেওয়া ওই পোস্টে মোদি লেখেন, ‘বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তর আলোচনা হলো। ইউক্রেন বিষয়ে সবশেষ তথ্য দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা দ্বিপক্ষীয় এজেন্ডা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ বছরের শেষ দিকে প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য আমি অপেক্ষায় রয়েছি।’
মোদির ওই পোস্টে ইতোমধ্যে আড়াই লাখের মতো রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে প্রায় ২০ হাজার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়