বন্দরে ২৩দিন ধরে দু’সন্তানসহ গৃহবধূ নিখোঁজ,শয্যাশয়ী পিতা

- Update Time : ১১:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ২০৫ Time View
নারায়ণগঞ্জের বন্দরে রাজিয়া সুলতানা প্রিয়াংকা (২৮) নামে এক গৃহবধূ দু’সন্তানসহ নিখোঁজ রয়েছেন। গত ৩০ জুলাই বেলা ১২টায় পুরান বন্দরস্থ তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় বলে জানিয়েছেন তার পিতা মোঃ রাজু মিয়া। দীর্ঘ ২৩দিনেও তার সন্ধান না পেয়ে অসুস্থ্য পিতা রাজু মিয়া মৃত্যুশয্যায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ গৃহবধূর ভাই রাশেদ ও স্বামী কবির হোসেন জানান,গত ৩০ জুলাই বেলা ১২টায় প্রিয়াংকা বাড়ির কাউকে কিছু না বলে তার শিশু সন্তান যথাক্রমে রাফিয়ান(৬) ও আতিফা(১১) কে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর থেকে প্রিয়াংকা ও তার দু’সন্তান নিখোঁজ থাকে। ২৩দিন ধরে স্ত্রী ও সন্তান নিখোঁজ থাকায় আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি। আমি ঠিকমতো খাওয়া-দাওয়াও করিনা।
তিনি আরো জানান,দু’সন্তানসহ প্রিয়াংকা নিখোঁজ থাকায় তার বাবা বিছানায় শায়িত আছেন। তাকে ফিরে আসার জন্য তার বাবা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।