ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

বক্স অফিস কাঁপাচ্ছে উন্নি মুকুন্দনের অ্যাকশন থ্রিলার মুভি ‘মার্কো’

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৩১৩ Time View

আকাশে বাতাসে তখন শুধু ‘পুষ্পা ২’ ছবির প্রশংসা। ছবিটির মারকাটারি অ্যাকশন, চোখা ডায়লগ, অল্লু অর্জুনের স্টাইল নিয়ে আলোচনা তুঙ্গে। কান পাতলেই শোনা যায়, ‘ঝুঁকেগা নেহি…’। পুষ্পাকে টক্কর দেওয়ার মতো সিনেমা বুঝি ভারতবর্ষে আর হবে না- এমনটা যখন ভাবছিলেন সবাই তখনই মুক্তি পায় উন্নি মুকুন্দনের অ্যাকশন থ্রিলার মুভি ‘মার্কো’। আর মুক্তি পেয়েই চ্যালেঞ্জ করে বসলো পুষ্পাকে। আর মালায়লাম ভাষার বক্স অফিসে মুক্তির প্রথম তিনদিনের আয় দিয়ে ‘পুষ্পা ২’ ছবিকে পরাজিতও করেছিল সিনেমাটি। জানান দিয়েছিল, থেমে যেতে নয় বরং লম্বা পথে চলতেই এসেছে মার্কো।

২০ ডিসেম্বর মুক্তি পেয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। মালয়লাম ছবিটি প্রেক্ষাগৃহে মাত্র ৩ দিনেই বাজেটের ৩০ কোটি রুপি উশুল করে ফেলেছিল। ৩ সপ্তাহ অর্থাৎ ২১ দিন শেষে এই ছবির আয় বিশাল অংকে পৌঁছেছে। যে গতিতে ‘মার্কো’ এগোচ্ছে অনুমান করা যাচ্ছে বেশ কিছু নতুন রেকর্ড গড়বে।

মুক্তির ৩ সপ্তাহ শেষ করেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে ‘মার্কো’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলক অনুযায়ী, ২১ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় হয় ৯৬.৭৫ কোটি রুপি। এই আয়ের ৩১.৬ কোটি এসেছে বিদেশি বাজার থেকে।

সর্বশেষ তথ্যমতে, শুক্রবার ২২তম দিনের আয়ে ছবিটি সবমিলিয়ে আরও কোটি খানেক রুপি আয় করেছে। যার ফলে সিনেমাটি ভারতে মোট আয় করেছে ৫৭.৫৫ কোটি। এরমধ্যে মালয়ালাম ভাষায় সবচেয়ে বেশি আয় করেছে ৪০.৫৪ কোটি। হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ১০.৭ কোটি। বাকি আয় এসেছে তেলেগু এবং তামিল ভার্সন থেকে। আগামী ২-৩ দিনের মধ্যেই ‘মার্কো’ ১০০ কোটি রুপির ক্লাবে যোগ দেবে।

এতে করে ২০২৫ সালে প্রথম মালয়ালাম ছবি হিসেবে বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে চলেছে ‘মার্কো’। সেইসঙ্গে ২০২৪ সালের সর্বশেষ মেগাহিট মালয়ালম ছবি হিসেবেও নাম লেখাতে যাচ্ছে ছবিটি।

‘মার্কো’ মূলত ২০১৯ সালের মালয়ালাম ছবি ‘মিখাইল’-এর স্পিন-অফ। শক্তিশালী অ্যাকশন এবং কাহিনীর মাধ্যমে দর্শকদের মন জয় করেছে ছবিটি। এর লেখক এবং পরিচালক হানিফ আদেনি। কিউবস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবির প্রযোজক শরীফ মুহম্মদ। এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। সঙ্গে রয়েছেন সিদ্দিক, জগদীশ, অভিমন্যু, শাম্মি থিলাকান, কবীর দুহান সিং, অ্যানসন পল, যুক্তি ত্রেজা এবং শ্রীজিত রবি।

Please Share This Post in Your Social Media

বক্স অফিস কাঁপাচ্ছে উন্নি মুকুন্দনের অ্যাকশন থ্রিলার মুভি ‘মার্কো’

বিনোদন ডেস্ক
Update Time : ০৬:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আকাশে বাতাসে তখন শুধু ‘পুষ্পা ২’ ছবির প্রশংসা। ছবিটির মারকাটারি অ্যাকশন, চোখা ডায়লগ, অল্লু অর্জুনের স্টাইল নিয়ে আলোচনা তুঙ্গে। কান পাতলেই শোনা যায়, ‘ঝুঁকেগা নেহি…’। পুষ্পাকে টক্কর দেওয়ার মতো সিনেমা বুঝি ভারতবর্ষে আর হবে না- এমনটা যখন ভাবছিলেন সবাই তখনই মুক্তি পায় উন্নি মুকুন্দনের অ্যাকশন থ্রিলার মুভি ‘মার্কো’। আর মুক্তি পেয়েই চ্যালেঞ্জ করে বসলো পুষ্পাকে। আর মালায়লাম ভাষার বক্স অফিসে মুক্তির প্রথম তিনদিনের আয় দিয়ে ‘পুষ্পা ২’ ছবিকে পরাজিতও করেছিল সিনেমাটি। জানান দিয়েছিল, থেমে যেতে নয় বরং লম্বা পথে চলতেই এসেছে মার্কো।

২০ ডিসেম্বর মুক্তি পেয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। মালয়লাম ছবিটি প্রেক্ষাগৃহে মাত্র ৩ দিনেই বাজেটের ৩০ কোটি রুপি উশুল করে ফেলেছিল। ৩ সপ্তাহ অর্থাৎ ২১ দিন শেষে এই ছবির আয় বিশাল অংকে পৌঁছেছে। যে গতিতে ‘মার্কো’ এগোচ্ছে অনুমান করা যাচ্ছে বেশ কিছু নতুন রেকর্ড গড়বে।

মুক্তির ৩ সপ্তাহ শেষ করেও বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে ‘মার্কো’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলক অনুযায়ী, ২১ দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় হয় ৯৬.৭৫ কোটি রুপি। এই আয়ের ৩১.৬ কোটি এসেছে বিদেশি বাজার থেকে।

সর্বশেষ তথ্যমতে, শুক্রবার ২২তম দিনের আয়ে ছবিটি সবমিলিয়ে আরও কোটি খানেক রুপি আয় করেছে। যার ফলে সিনেমাটি ভারতে মোট আয় করেছে ৫৭.৫৫ কোটি। এরমধ্যে মালয়ালাম ভাষায় সবচেয়ে বেশি আয় করেছে ৪০.৫৪ কোটি। হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ১০.৭ কোটি। বাকি আয় এসেছে তেলেগু এবং তামিল ভার্সন থেকে। আগামী ২-৩ দিনের মধ্যেই ‘মার্কো’ ১০০ কোটি রুপির ক্লাবে যোগ দেবে।

এতে করে ২০২৫ সালে প্রথম মালয়ালাম ছবি হিসেবে বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে চলেছে ‘মার্কো’। সেইসঙ্গে ২০২৪ সালের সর্বশেষ মেগাহিট মালয়ালম ছবি হিসেবেও নাম লেখাতে যাচ্ছে ছবিটি।

‘মার্কো’ মূলত ২০১৯ সালের মালয়ালাম ছবি ‘মিখাইল’-এর স্পিন-অফ। শক্তিশালী অ্যাকশন এবং কাহিনীর মাধ্যমে দর্শকদের মন জয় করেছে ছবিটি। এর লেখক এবং পরিচালক হানিফ আদেনি। কিউবস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবির প্রযোজক শরীফ মুহম্মদ। এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। সঙ্গে রয়েছেন সিদ্দিক, জগদীশ, অভিমন্যু, শাম্মি থিলাকান, কবীর দুহান সিং, অ্যানসন পল, যুক্তি ত্রেজা এবং শ্রীজিত রবি।