ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল – নওশাদ জমির
- Update Time : ০৬:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ১৬৪ Time View
ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং বিচার বিভাগ, আইন বিভাগসহ প্রশাসনের প্রতিটি স্তরকে ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন প্রতিদ্বন্ধিতা করবেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমার আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবায় ঠেলে দিয়েছিল ক্ষমতাকে চিরদিনের জন্য ধরে রাখা। একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাকশালী সরকার অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো হরণ করে।
তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর ও সংহতি দিবস উদযাপন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তিরনইহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, তাতীদলের সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড হতে দলে দলে মোটরসাইকেল বহরে উপজেলা কার্যালয়ে জমায়েত হয়ে আনন্দ র্যালি বের করে তারা। এতে অংশ নেয় শতশত বিএনপির সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































