ফোনের ইন্টারনেট স্লো, সহজ ৯ কৌশলে হুহু করে বাড়বে স্পিড
- Update Time : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১৮ Time View
বর্তমান সময়ে ধীরগতির ইন্টারনেট যেন সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলোর একটি। বিশেষ করে যখন ভিডিও দেখছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাউজ করছেন বা অফিসের জরুরি কাজ করছেন ঠিক তখনই নেট ধীর হয়ে গেলে অস্বস্তি চরমে ওঠে। ফোনের সফটওয়্যার সমস্যা, অপ্রয়োজনীয় অ্যাপ, কিংবা নেটওয়ার্ক ত্রুটি—সব মিলিয়ে ইন্টারনেট স্পিড কমে যেতে পারে।
কিন্তু চিন্তার কারণ নেই। কয়েকটি সহজ পদক্ষেপ নিলেই বাড়ানো যায় ফোনের ইন্টারনেটের গতি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে এমন নয়টি কার্যকর উপায়, যেগুলো মেনে চললে আপনার ফোনে ইন্টারনেট চলবে অনেক মসৃণভাবে।
১. ফোন রিস্টার্ট করুন
দীর্ঘদিন একটানা ব্যবহারে ফোনে কিছু সফটওয়্যার ত্রুটি জমতে পারে, যা ইন্টারনেট ধীর করে দেয়। ফোন রিস্টার্ট করলে সেই গ্লিচ দূর হয়ে সিস্টেম নতুনভাবে চালু হয় এবং ইন্টারনেটের গতি কিছুটা বেড়ে যায়।
২. সফটওয়্যার আপডেট রাখুন
পুরোনো সফটওয়্যার বা অ্যাপ অনেক সময় নেটওয়ার্কের পারফরম্যান্স কমিয়ে দেয়। তাই ফোনের সেটিংসে গিয়ে নিয়মিত চেক করুন যে, নতুন কোনো আপডেট এসেছে কি না। আপডেট ইনস্টল করলে ফোনের কর্মক্ষমতা এবং ইন্টারনেট স্পিড, দুই-ই উন্নত হয়।
৩. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন
ফোনে একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং অজান্তেই প্রচুর ডাটা ব্যবহার করে। এতে নেট ধীর হয়ে যায়। তাই যেসব অ্যাপ ব্যবহার করছেন না, সেগুলো বন্ধ করে দিন। এতে ডাটাও বাঁচবে, নেটওয়ার্কও হবে দ্রুত।
৪. ভিপিএন ব্যবহার করুন
অনেকে মনে করেন ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট ধীর হয়ে যায়, কিন্তু অনেক সময় এটি উল্টো সাহায্য করে। ভিপিএন আপনার ডাটাকে এনক্রিপ্ট করে নিরাপদ সার্ভারের মাধ্যমে পাঠায়, ফলে সংযোগ আরও স্থিতিশীল হয় এবং কিছু ক্ষেত্রে গতি বাড়তেও পারে।
৫. নেটওয়ার্ক পরিবর্তন করে দেখুন
কখনো কখনো সমস্যা ফোনে নয়, নেটওয়ার্কেই থাকে। তাই প্রয়োজনে অন্য কোনো ওয়াইফাই বা মোবাইল ডেটা সংযোগে গিয়ে দেখুন গতি কেমন হয়। এতে বোঝা যাবে, সমস্যা আসলে কোথায়।
৬. অ্যাড ব্লকার ইনস্টল করুন
পপ-আপ বিজ্ঞাপন শুধু বিরক্তিকরই নয়, বরং ওয়েবসাইট লোড হতে দেরি করে। এসব বিজ্ঞাপন অতিরিক্ত ছবি ও লিংক ডাউনলোড করে ডাটা খরচ বাড়ায়। ফোনে একটি ভালো অ্যাড ব্লকার অ্যাপ ইনস্টল করলে এসব বিজ্ঞাপন বন্ধ থাকবে, আর ব্রাউজারও দ্রুত চলবে।
৭. ক্যাশে ও কুকি মুছে ফেলুন
সময় গড়ালে ফোনে বিভিন্ন অ্যাপের অপ্রয়োজনীয় ডাটা জমে থাকে। এতে ফোনের কর্মক্ষমতা এবং ইন্টারনেটের গতি—দুটিই কমে যায়। নিয়মিত ক্যাশে ও কুকি মুছে ফেললে ফোন অনেকটা হালকা হয় এবং ব্রাউজিংও দ্রুত হয়।
৮. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন
উপরের সব পদ্ধতি কাজ না করলে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেখতে পারেন। এতে ওয়াই-ফাই, মোবাইল ডেটা ও ব্লুটুথ সংক্রান্ত সব পুরোনো সেটিংস মুছে গিয়ে ফোন নতুনভাবে সংযোগ নেবে।
৯. ‘ম্যাক্সিমাম লোডিং ডাটা’ অপশন চালু করুন
অ্যান্ড্রয়েড ফোনে ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক সেটিংসে ‘GPRS to Data Prefer’ বা ‘Maximum Loading Data’ নামে একটি ফিচার থাকে। এটি অন করলে ওয়েবসাইট লোডের সময় ফোন বেশি ডাটা ব্যবহার করতে পারে, ফলে পেজ দ্রুত খুলে যায়।











































































































































































































