ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ফের রিমান্ডে পলক, টুকুসহ ৬ জন

নওরোজ ডেস্ক
  • Update Time : ১২:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৯ Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ ছয়জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক তিন হত্যা মামলায় রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

লালবাগ থানার মামলায় শামসুল হক টুকু, আরিফ খান জয়, মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদাবর থানার মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে ৭ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। এদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ সকাল সাড়ে ৬টার দিকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৬ আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ পুনরায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ নিয়ে সবার তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট পৃথক দুটি হত্যা মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ফের রিমান্ডে পলক, টুকুসহ ৬ জন

নওরোজ ডেস্ক
Update Time : ১২:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ ছয়জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক তিন হত্যা মামলায় রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

লালবাগ থানার মামলায় শামসুল হক টুকু, আরিফ খান জয়, মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদাবর থানার মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে ৭ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। এদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ সকাল সাড়ে ৬টার দিকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ৬ আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ পুনরায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ নিয়ে সবার তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট পৃথক দুটি হত্যা মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।

নওরোজ/এসএইচ