ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের এক হলেন রাজ-পরীমণি!

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ২৫২ Time View

ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। ফেসবুক থেকে সংগৃহীত

ফের মান-অভিমান ভুলে একত্রিত হলেন ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। ছেলে রাজ্যের জন্মদিন পালনকালে একসঙ্গে দেখা মিলল এই জুটির।

রাজ-পরী দম্পতির একমাত্র ছেলের জন্মদিন পালন করেছে টিএম ফিল্মস। আর সেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। এর মধ্যে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে।

পরে সকাল ৯টার দিকে আরও একটি ভিডিও পোস্ট করেন তাপস। ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। পরে ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

প্রসঙ্গত, বেশ কিছু দিন থেকে আলাদা থাকছিলেন তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এর পর আর বাসায় ফেরেননি তিনি। গত ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

গত ১০ আগস্ট ছেলের প্রথম জন্মদিন উদযাপন করেছেন পরী। তবে সে অনুষ্ঠানে দেখা মেলেনি বাবা রাজের। এতে এই দম্পতির ভক্ত-অনুরাগীরা ভেবেই নিয়েছিলেন তাহলে বোধ হয় আর একসঙ্গে দেখা মিলছে না তাদের। তবে সব গুঞ্জ উড়িয়ে দিয়ে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমণি।

Please Share This Post in Your Social Media

ফের এক হলেন রাজ-পরীমণি!

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

ফের মান-অভিমান ভুলে একত্রিত হলেন ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। ছেলে রাজ্যের জন্মদিন পালনকালে একসঙ্গে দেখা মিলল এই জুটির।

রাজ-পরী দম্পতির একমাত্র ছেলের জন্মদিন পালন করেছে টিএম ফিল্মস। আর সেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। এর মধ্যে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে।

পরে সকাল ৯টার দিকে আরও একটি ভিডিও পোস্ট করেন তাপস। ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। পরে ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

প্রসঙ্গত, বেশ কিছু দিন থেকে আলাদা থাকছিলেন তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এর পর আর বাসায় ফেরেননি তিনি। গত ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

গত ১০ আগস্ট ছেলের প্রথম জন্মদিন উদযাপন করেছেন পরী। তবে সে অনুষ্ঠানে দেখা মেলেনি বাবা রাজের। এতে এই দম্পতির ভক্ত-অনুরাগীরা ভেবেই নিয়েছিলেন তাহলে বোধ হয় আর একসঙ্গে দেখা মিলছে না তাদের। তবে সব গুঞ্জ উড়িয়ে দিয়ে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমণি।