ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

ফেনীতে ২ সাংবাদিক হামলার শিকার, বিভিন্ন সংগঠনের নিন্দা

মুহাম্মদ মোশাররফ হোছাইন, ফেনী
  • Update Time : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ১৮৭ Time View

সোনাগাজীতে দৈনিক যুগান্তর সাংবাদিক আবদুর রহীমের ওপর হামলার ২৪ ঘন্টা পর ০৮ নভেম্বর’২৪ শুক্রবার রাত ৮ টায় ফেনী মডেল থানাধীন বড় মসজিদের দক্ষিনে, আরাফাত হোটেলের কর্নারে তাকিয়া রোডের উপর দৈনিক এশিয়া বাণী/দৈনিক দেশ প্রতিদিন, ফেনী জেলা প্রতিনিধি ও বিএমইউজে, ফেনীর সহ সভাপতি ফারুক সবুজ (৫৫) এর ওপর হামলা চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত।

ফেনী মডেল থানায় অভিযোগ সুত্র মতে, ঘটনার সময়ে ফেনীর আলামিন ট্রাভেল হজ্জ কাফেলা এর প্রোফাইটর নুরুল আমিনের নামে কেন নিউজ করেছে এ কথা বলে, সাংবাদিক ফারুক সবুজের উপর সংঘবদ্ধভাবে হামলা চালায় মোঃ শাহজাহান প্রকাশ পিচ্চি শাহজাহান (৫০), সিরাজুল ইসলাম (৩০), নুরুল আমিন (৫০), সাইদুল করিম (৩৮)সহ অজ্ঞাতনামা ৭/৮ জন। তাদের এলোপাতাড়ি কিল ঘুষি লাথিতে মারাত্মকভাবে আহত হন সাংবাদিক ফারুক সবুজ। ঐ সময় তার পকেটে থাকা ৩৮ হাজার টাকা এবং একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে সাংবাদিক ফারুক সবুজ আহত হওয়ার খবর পাওয়ার পর দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাদী ফারুক সবুজ ফেনী মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন।

অন্যদিকে, ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত যুবদল নেতা মফিজুল হক (৪৫), জাফর রুবেল (৪০), ফখরুদ্দিন ফারুক (৪০) ও সুমন (৩০) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেন আহত সাংবাদিক রহিম।

ঘটনার বিবরণে জানা যায়, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর সোনাগাজী উপজেলা প্রতিনিধি আবদুর রহিম।

এক পর্যায়ে বালু উত্তোলনকারি আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা মফিজুল হক, ফখরুদ্দিন, সুমন ও জাফর রুবেল ঘটনাস্থলে গিয়ে রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেছে ফেনী প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী রিপোর্টার্স ইউনিটি, বিএমইউজে ও সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিএমইউজে ফেনীর সভাপতি এম এ সাঈদ খান ও সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া যৌথ বিবৃতিতে, সাংবাদিকদের ওপর এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রশাসনের প্রতি হামলাকারীদের গ্রেফতার ও পদ থেকে বহিষ্কার করতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি দাবী জানান।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ফেনীতে ২ সাংবাদিক হামলার শিকার, বিভিন্ন সংগঠনের নিন্দা

মুহাম্মদ মোশাররফ হোছাইন, ফেনী
Update Time : ০৪:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

সোনাগাজীতে দৈনিক যুগান্তর সাংবাদিক আবদুর রহীমের ওপর হামলার ২৪ ঘন্টা পর ০৮ নভেম্বর’২৪ শুক্রবার রাত ৮ টায় ফেনী মডেল থানাধীন বড় মসজিদের দক্ষিনে, আরাফাত হোটেলের কর্নারে তাকিয়া রোডের উপর দৈনিক এশিয়া বাণী/দৈনিক দেশ প্রতিদিন, ফেনী জেলা প্রতিনিধি ও বিএমইউজে, ফেনীর সহ সভাপতি ফারুক সবুজ (৫৫) এর ওপর হামলা চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত।

ফেনী মডেল থানায় অভিযোগ সুত্র মতে, ঘটনার সময়ে ফেনীর আলামিন ট্রাভেল হজ্জ কাফেলা এর প্রোফাইটর নুরুল আমিনের নামে কেন নিউজ করেছে এ কথা বলে, সাংবাদিক ফারুক সবুজের উপর সংঘবদ্ধভাবে হামলা চালায় মোঃ শাহজাহান প্রকাশ পিচ্চি শাহজাহান (৫০), সিরাজুল ইসলাম (৩০), নুরুল আমিন (৫০), সাইদুল করিম (৩৮)সহ অজ্ঞাতনামা ৭/৮ জন। তাদের এলোপাতাড়ি কিল ঘুষি লাথিতে মারাত্মকভাবে আহত হন সাংবাদিক ফারুক সবুজ। ঐ সময় তার পকেটে থাকা ৩৮ হাজার টাকা এবং একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে সাংবাদিক ফারুক সবুজ আহত হওয়ার খবর পাওয়ার পর দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাদী ফারুক সবুজ ফেনী মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন।

অন্যদিকে, ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত যুবদল নেতা মফিজুল হক (৪৫), জাফর রুবেল (৪০), ফখরুদ্দিন ফারুক (৪০) ও সুমন (৩০) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেন আহত সাংবাদিক রহিম।

ঘটনার বিবরণে জানা যায়, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর সোনাগাজী উপজেলা প্রতিনিধি আবদুর রহিম।

এক পর্যায়ে বালু উত্তোলনকারি আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা মফিজুল হক, ফখরুদ্দিন, সুমন ও জাফর রুবেল ঘটনাস্থলে গিয়ে রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেছে ফেনী প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী রিপোর্টার্স ইউনিটি, বিএমইউজে ও সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিএমইউজে ফেনীর সভাপতি এম এ সাঈদ খান ও সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া যৌথ বিবৃতিতে, সাংবাদিকদের ওপর এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রশাসনের প্রতি হামলাকারীদের গ্রেফতার ও পদ থেকে বহিষ্কার করতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি দাবী জানান।

নওরোজ/এসএইচ