ফিলিস্তিনে হামলা ও হত্যার প্রতিবাদে মোহনপুর ফোরকানিয়া মাদ্রাসার মানববন্ধন

- Update Time : ০৪:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১০৭ Time View
স্বাধীনতাকামী ফিলিস্তিনে হত্যা অব্যাহত ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুর সদর উপজেলার বাশচড়া ইউনিয়নের মোহনপুর ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ১৮ এপ্রিল শুক্রবার বাদ যোহর স্থানীয় হাজির মোড়ে এক বিশাল মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদ্রাসার সভাপতি মো: হযরত আলী আল মুজাদ্দেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধো বক্তব্য রাখেন, হযরত মাওলানা হোসাইন মাহতাব, কৃষিবিদ মো: ইমরান হোসেন, আইনজীবী সহকারী মোস্তাফিজুর রহমান ফিজর ও অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে হত্যা বন্ধের জন্য দাবী করেন এবং ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র প্রধানের ভূমিকা পরিষ্কারের জোর দাবী করেন নতুবা তাদের গোলাটে ভূমিকায় পদত্যাগেরও হুসিয়ারী উচ্চারন করেন। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মুসলিম জনতা স্বতঃস্ফূর্ত অংশ নেন।
অতপর মহান আল্লাহ তায়ালার গায়েবী মদদে ফিলিস্তিনবাসীর সুরক্ষার জন্য এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা বজলুর রহমান মানিক।