ব্রেকিং নিউজঃ
ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
- Update Time : ০৪:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ১৩৭ Time View
ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) ভোরের দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
মাছভর্তি একটি ট্রাককে পেছন থেকে বাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন ট্রাকচালক মো. নুর আলম। অপরজন হলেন বাসের হেলপার কাদের মিয়া।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জাগো নিউজকে জানান, ঘটনাটি ভাঙ্গার সীমান্তবর্তী এলাকায়। মাদারীপুর রিজিওনের শীবচর হাইওয়ে থানা পুলিশ বিষয়টি দেখছে।