প্লট জালিয়াতি মামলায় জয়ের পাঁচ বছরের কারাদণ্ড
- Update Time : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২৫ Time View
পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।
এই মামলায় অন্য আসামিরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকার ও কাজী ওয়াছি উদ্দিন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার এবং সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, তন্ময় দাস এবং নুরুল ইসলাম এবং সাবেক উপ-পরিচালক নায়েব আলী শরীফ, বর্তমান পরিচালক কামরুল ইসলাম এবং সাবেক সহকারী পরিচালক মাজহারুল ইসলাম ও মোহাম্মদ সালাহউদ্দিন।
রায় ঘোষণার সময়, কেবল খুরশীদ আলম আদালত কক্ষে উপস্থিত ছিলেন। এই মামলাসহ আরও দুই মামলায় আজ আদালত শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন। এই মামলায় গৃহায়নের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
আজ রায় হওয়া তিন মামলা বাদ দিলে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা আরেকটি দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।
প্রসিকিউশন জানায়, হাসিনা, তার ভাগ্নি আজমিনা সিদ্দিক ও টিউলিপ এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি দুর্নীতি মামলার বিচার এখন একই আদালতে বিচারাধীন।
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানান, তিনটি মামলার আসামি টিউলিপ তার ক্ষমতা ব্যবহার করে রেহানা, ববি এবং আজমিনার জন্য প্লট পেয়েছেন।
পূর্বাচল নিউ টাউন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে তাদের ঢাকা সমন্বিত জেলা অফিস-১-এ ছয়টি পৃথক মামলা দায়ের করে।
দুদকের অভিযোগ, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে শেখ হাসিনা তার ছেলে জয়, পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে ববি এবং মেয়ে আজমিনার জন্য পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে অবৈধভাবে ১০ কাঠার ছয়টি প্লট অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন, যদিও বিদ্যমান বিধি অনুসারে তারা এর যোগ্য ছিলেন না।
২৫ মার্চ দুর্নীতি দমন কমিশন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে ছয়টি অভিযোগপত্র দাখিল করে। ছয়টি মামলাতেই হাসিনাকে সাধারণ আসামি করা হয়েছে। পরে ৩১ জুলাই হাসিনা, রেহানা, জয়, পুতুল, ববি, টিউলিপ এবং আজমিনাসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































