প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

- Update Time : ১১:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৩৬ Time View
নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত মাহামুদুর হাসান (২৫) জেলার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের খলিলুর রহমান মহুরী বাড়ির মো.হারুন অর রশীদের ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠের নুর মহলের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদুর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করতেন। গত ছয় মাস তিনি মাইজদী শহরের হাউজিং বালুর মাঠ এলাকার নুর মহল বাসায় একাধিক ব্যক্তির এক রুম ভাড়া নিয়ে থাকতেন। প্রাথমিকভাবে জানা যায়, কোন এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমে ব্যর্থ হয়ে গত কয়েকদিন যাবত তিনি আনমনা হয়ে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সবার অগোচরে ভাড়া বাসার নির্মাণাধীন একটি কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুর ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়