ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২৬ Time View

প্রস্তুতি ম্যাচের সুবাদে ১৫ জন নিয়ে খেলতে নেমেও পাকিস্তান ‘এ’ দলের ১১ জনকে হারাতে পারল না বাংলাদেশ।

উল্টো বাজেভাবে হেরে ধাক্কা লাগলো চ্যাম্পিয়ন্স ট্রফির আত্মবিশ্বাসে। দুবাইয়ে বাংলাদেশ দল আগে ব্যাট করতে নেমে মাত্র ২০২ রানে গুটিয়ে যায়।

জবাব দিতে নেমে খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি পাকিস্তানিদের। ব্যাটিংয়ের পর বোলিংয়েও মলিন ছিল শান্তর দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ২০ ওভার পর্যন্ত দেখেশুনেই খেলছিল বাংলাদেশ, এরপর খেই হারায়।

শেষদিকে তানজিম হাসান সাকিব ২৭ বলে ৩০ রান, নাসুম আহমেদ ১৬ বলে ১৫ রান ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করলে টেনেটুনে দুইশ পার হয় দলীয় সংগ্রহ।

এর আগে মেহেদী হাসান মিরাজ ৫৩ বলে ৪৪ ও সৌম্য সরকার ৩৮ বলে ৩৫ রান করেন। ৩৩ বলে ২০ রান করেন তাওহীদ হৃদয়, ১২ রান করতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ২১ বল। বাকিরা যেতে পারেননি দুই অঙ্কে। পাকিস্তানের পক্ষে উসামা মীর একাই শিকার করেন চারটি উইকেট। দুটি উইকেট পান মুবাসসির খান। ৩৮.২ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে পাকিস্তানিদের খুব একটা বেগই পেতে হয়নি। একপ্রকার হেসে খেলেই পৌঁছে যায় জয়ের বন্দরে। ১০০ রানের মধ্যে পাকিস্তান ‘এ’ দলের তিন উইকেটের পতন ঘটানো গেলেও এরপর আর তেমন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তাই একপেশে পরাজয় নিয়েই মাঠ ছাড়েন মুশফিক-নাহিদ রানারা। মোহাম্মদ হারিস ৭৬ রান করে স্বেচ্ছায় ফেরেন সাজঘরে।

মুবাইর খান ৬৮ রানে অপরাজিত থেকে দলের ৭ উইকেটের জয় নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

প্রস্তুতি ম্যাচের সুবাদে ১৫ জন নিয়ে খেলতে নেমেও পাকিস্তান ‘এ’ দলের ১১ জনকে হারাতে পারল না বাংলাদেশ।

উল্টো বাজেভাবে হেরে ধাক্কা লাগলো চ্যাম্পিয়ন্স ট্রফির আত্মবিশ্বাসে। দুবাইয়ে বাংলাদেশ দল আগে ব্যাট করতে নেমে মাত্র ২০২ রানে গুটিয়ে যায়।

জবাব দিতে নেমে খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি পাকিস্তানিদের। ব্যাটিংয়ের পর বোলিংয়েও মলিন ছিল শান্তর দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ২০ ওভার পর্যন্ত দেখেশুনেই খেলছিল বাংলাদেশ, এরপর খেই হারায়।

শেষদিকে তানজিম হাসান সাকিব ২৭ বলে ৩০ রান, নাসুম আহমেদ ১৬ বলে ১৫ রান ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করলে টেনেটুনে দুইশ পার হয় দলীয় সংগ্রহ।

এর আগে মেহেদী হাসান মিরাজ ৫৩ বলে ৪৪ ও সৌম্য সরকার ৩৮ বলে ৩৫ রান করেন। ৩৩ বলে ২০ রান করেন তাওহীদ হৃদয়, ১২ রান করতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ২১ বল। বাকিরা যেতে পারেননি দুই অঙ্কে। পাকিস্তানের পক্ষে উসামা মীর একাই শিকার করেন চারটি উইকেট। দুটি উইকেট পান মুবাসসির খান। ৩৮.২ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে পাকিস্তানিদের খুব একটা বেগই পেতে হয়নি। একপ্রকার হেসে খেলেই পৌঁছে যায় জয়ের বন্দরে। ১০০ রানের মধ্যে পাকিস্তান ‘এ’ দলের তিন উইকেটের পতন ঘটানো গেলেও এরপর আর তেমন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তাই একপেশে পরাজয় নিয়েই মাঠ ছাড়েন মুশফিক-নাহিদ রানারা। মোহাম্মদ হারিস ৭৬ রান করে স্বেচ্ছায় ফেরেন সাজঘরে।

মুবাইর খান ৬৮ রানে অপরাজিত থেকে দলের ৭ উইকেটের জয় নিশ্চিত করেন।